বিল পরিশোধের পরও বিদ্যুৎ মামলার আসামী বৃদ্ধ সামসুল হক

এফএনএস (মাহবুব খান বাবুল; সরাইল, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ৩০ ডিসেম্বর, ২০২৫, ০৫:৫৫ পিএম
বিল পরিশোধের পরও বিদ্যুৎ মামলার আসামী বৃদ্ধ সামসুল হক

বিল পরিশোধের পরও ৮০ বছর বয়সের বৃদ্ধ সামছুল হকে বিরূদ্ধে মামলা (সিআর-৬৪২/২৫) করেছেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল পিডিবি। সামছুল হক সরাইল সদরের জিলুকদার পাড়ার বাসিন্দা। আসামীর প্রতি সমনও জারি করা হয়েছে। সমনে বলা হয়েছে আগামী ১১ জানুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কুমিল্লার বিদ্যুৎ আদালতে হাজির হতে। পিডিবি’র এহেন কর্মকান্ডে হতবাক হয়েছেন গ্রাহক সামছুল হক। অফিসে যোগাযোগ করার পর উনাকে ধরিয়ে দিয়েছেন মামলার ক্ষতিপূরণ নামে ১০৫০ টাকার একটি বিল।

ভুক্তভোগি গ্রাহক ও পিডিবি অফিস সূত্র জানায়, সরাইল সদরের জিলুকদারপাড়ার বাসিন্দা সামছুল হক বিজেএমসি’র অপসরপ্রাপ্ত কর্মকর্তা। কয়েক যুগ ধরে সরাইল পিডিবি’র গ্রাহক তিনি। এই গ্রাহকের হিসাব নম্বর-৪০০৯ এ। মিটার নম্বর-২৮২৬৭১। গত নভেম্বর মাসে সামছুল হককে বকেয়াসহ মোট বিল দেয়া হয় ১৬ হাজার ১৯৭ টাকার। বিলটি জমার শেষ সময় ছিল ১৮ ডিসেম্বর ২০২৬। শেষ তারিখেই সামছুল হক বিলের পুরো ১৬ হাজার ১৯৭ টাকা জমা দিয়েছেন। কিন্তু সরাইল পিডিবি ১৬ হাজার টাকা বকেয়ার অপরাধ দেখিয়ে সামছুল হকের বিরূদ্ধে কুমিল্লায় বিদ্যুৎ আদালতে মামলা করে দিয়েছেন। গত ২৯ ডিসেম্বর সোমবার একটি সমন হাতে পেয়ে সামছুল হক বুঝতে পারেন তিনি বিদ্যুতের মামলার আসামী হয়েছেন। সমনে দেখা গেছে, বিল জমা দেয়ার মাত্র ৬ দিন পর গত ২৪ ডিসেম্বর বকেয়া টাকা না দেওয়ার দায়ে সামছুল হকের বিরূদ্ধে মামলা হয়ে গেছে। সমনে আগামী বছরের ১১ জানুয়ারি উকিলের মাধ্যমে কুমিল্লায় বিদ্যুৎ আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি বুঝতে মঙ্গলবার সরাইল বিদ্যুৎ অফিসে যান সামছুল হক। তারা মামলা করার বিষয়টি স্বীকার করে মামলার ক্ষতিপূরণ বাবদ ১০৫০ টাকার একটি বিল তৈরী করে দেন। এই টাকাটা ব্যাংকে জমা দিতে বলেন সামছুল হককে। বাংলাদেশ জুট মিল করপোরেশনের সাবেক কর্মকর্তা গ্রাহক সামছুল হক বলেন, বিল পরিশোধের সময়সীমার মধ্যেই পরিশোধ করেও আমি কেন আসামী হলাম? এটা সরাইল পিডিবি’র কেমন সেবা? একাধিক ইউনিয়ন পরিষদে, সরকারী দফতরে ও অনেক গ্রাহকের কাছে লাখ লাখ টাকা বকেয়া আছে। তাদের বিরূদ্ধে মামলা নেই। আমার অপরাধ কী? মামলা করলেন উনার আর আমাকে নাকি ক্ষতিপূরণ দিতে হবে। আমার সম্মানের হানি ঘটিয়ে আবার আমাকেই ক্ষতিপূরণ দিতে হবে। এমন আইন বা নিয়ম তো ৮০ বছরের মধ্যে দেখিনি। আল্লাহ হয়ত আরো অনেক কিছু দেখাবেন। সরাইল পিডিবি’র নির্বাহী প্রকৌশলী শামীম আহমেদ মামলা করার কথা স্বীকার করে বলেন, বিল যতই হউক ছয়মাস একবছর বা তার বেশী সময় ধরে বিল না দিলে মামলা করে থাকি। সামসুল হকের মামলাটি হয়েছে গত ১লা ডিসেম্বর তারিখে। ইউনিয়ন পরিষদ সরকারী দফতর সমূহের লাখ লাখ টাকা বিল বকেয়া থাকার পরও তাদের বিরূদ্ধে মামলা হচ্ছে না কেন? এমন প্রশ্নের উত্তরে বলেন, তাদের বাজেটের একটা বিষয় আছে।