গাজীপুরের কাপাসিয়া উপজেলা সদরে অবস্থিত "কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে" জাঁকজমকপূর্ণ আনন্দঘন বর্ণাঢ্য আয়োজনে ৩য় সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ৩০ ডিসেম্বর মঙ্গলবার সকালে শিক্ষাবর্ষ ২০২৫ সালের শিক্ষার্থীদের সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশে শিক্ষার্থী ও অভিভাবকরা শতস্ফুর্ত অংশগ্রহণ করেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রীমা ভূঁইয়া রুম্পা ভার্চুয়ালি আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান শিক্ষক লাকি আক্তারের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন রেসিডেন্সিয়াল শিক্ষা পরিবারের প্রধান উপদেষ্টা ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন। বিদ্যালয়ের স্কুল শাখার ইনচার্জ হাবিবুল হাসান শাকিল, সহকারী শিক্ষক জান্নাতুল ফেরদৌস নদী ও ফাতেমা ফেরদৌসী রিক্তা আনুষ্ঠানিকতার সার্বিক পরিচালনা করেন। এসময় প্রধান আলোচক হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক ও জেলা ফার্টিলাইজার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ সরকার, প্রতিষ্ঠাতা পরিচালক মনিরা ভূঁইয়া শম্পা, কলেজ শাখার অধ্যক্ষ মোঃ সরোওয়ার্দী, উপাধ্যক্ষ এস এম শাহাদুল্লাহ রহমান শুভ্র, অভিভাবক প্রতিনিধি সাংবাদিক মোঃ আকরাম হোসেন রিপন, প্রভাষক সোহরাব সরকার, কো-অর্ডিনেটর মারুফ খান, প্রভাষক শাহ জুনায়েদ মোহাম্মদ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, গীতা পাঠ এবং জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। পরে বাংলাদেশের তিনবারের সাবেক জনপ্রিয় প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর রুহের মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
অনাড়ম্বর পরিবেশে প্রি-প্লে থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা তাদের কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ সনদপত্র ও পুরস্কার গ্রহণ করে। শিক্ষার্থীরা হরেক রকম সাজে সজ্জিত হয়ে শিক্ষাবর্ষ সমাপনী ফলাফল সাদরে গ্রহন করে। ফলাফল অনুযায়ী পুরস্কার পেয়ে সকলেই আনন্দে মেতে উঠে। শিক্ষার্থীদের আনন্দে পুরো ক্যাম্পাসে মনোমুগ্ধকর পরিবেশ বিরাজ করে।
এসময় শিক্ষার্থী, শিক্ষক মন্ডলী, অভিভাবক ও দক্ষ পরিচালনা কমিটির সদস্যবৃন্দসহ সংশ্লিষ্ট উপস্থিত সকলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি উপভোগ করেন।