দেওয়ানগঞ্জে ৫ ইটভাটাকে ১৫ লক্ষ টাকা জরিমানা

এফএনএস (এস এম এ হালিম দুলাল; জামালপুর) : | প্রকাশ: ৩১ ডিসেম্বর, ২০২৫, ০৪:৩৬ পিএম
দেওয়ানগঞ্জে ৫ ইটভাটাকে ১৫ লক্ষ টাকা জরিমানা

জামালপুরের দেওয়ানগঞ্জে অবৈধভাবে ইট ভাটা পরিচালনা করার দায় ৫ ইটভাটাকে ৩ লক্ষ টাকা করে ১৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার ( ৩০ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত  জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ভূমি মাহমুদুল ইসলাম। প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর জামালপুরের পরিদর্শক  সঞ্জীব বিশ্বাস। এ সময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সামিউল ইসলাম কুরসি উপস্থিত ছিলেন।দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, ফায়ার সার্ভিস অভিযানে সহযোগিতা করে। 

এ অভিযানে, এমএবি ব্রিকস, মেসার্স যমুনা ব্রিকস, মেঘনা ব্রিকস, সেফিড এবং দূর্গা ব্রিকস কে ৩ লক্ষ টাকা করে ১৫ লক্ষ টাকা জরিমানা করে। অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। 

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সামিউল ইসলাম কুরসি, জেলা প্রশাসন কর্তৃক ইট পোড়ানোর লাইসেন্স, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং মাটি কাটার লাইসেন্স না থাকায় উক্ত ইটভাটা গুলোকে অভিযান  করা হয়েছে। পর্যায়ক্রমের সকল ভাটায় অভিযান পরিচালনা করা হবে। 

দেওয়ানগঞ্জ সহকারি কমিশনার ভূমি এবং বিজ্ঞ ম্যাজিস্ট্রেট  মাহমুদুল ইসলাম বলেন,  আমরা সকল ইট ভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ প্রদান করেছি, নির্দেশনা অমান্য করে কেউ অবৈধভাবে ইটভাটা পরিচালনা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে। 

আপনার জেলার সংবাদ পড়তে