বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় দোয়া ও গায়েবানা জানাজা

এফএনএস (এ.কে. আজাদ সেন্টু; লালপুর, নাটোর) : | প্রকাশ: ৩১ ডিসেম্বর, ২০২৫, ০৭:০০ পিএম
বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় দোয়া ও গায়েবানা জানাজা

সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর আত্মার শান্তি কামনা করে লালপুর উপজেলা বিভিন্ন মসজিদে দোয়া শেষে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ডিসেম্বর) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী বিএনপি মিডিয়া সেলের সদস্য ও নাটোর জেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের আহবানে বাদ যোহর একযোগে ২টা ১৫ মিনিটে লালপুর বাজার জামে মসজিদ, গৌরীপুর, দুয়ারিয়া, বিলমাড়িয়া , করিমপুর, ওয়ালিয়া, ভেল্লাবাড়িয়া, কদিমচিলান সহ উপজেলার বিভিন্ন মসজিদে দোয়া শেষে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। সেই সাথে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, দলীয় নেতাকর্মীদের কালো ব্যাচ ধারন করা হয়।

বিভিন্ন মসজিদে দোয়া ও গায়েবানা জানাজায় দলীয় নেতা কর্মী, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতাকর্মী এবং  বিপুলসংখ্যক মুসল্লীসহ সর্বস্তরের মানুষ জানাজায় অংশ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে