বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া'র গায়েবানা নামাজে জানাজা রূপসায় অনুষ্ঠিত হয়েছে। উপজেলার নৈহাটী ইউনিয়ন বিএনপি আয়োজিত বুধবার বিকেল সোয়া ৩টায় নৈহাটী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা পরিচালনা করেন নৈহাটী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. বোরহান উদ্দিন।
নৈহাটি ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মহিউদ্দিন মিন্টু ও সাবেক সদস্য সচিব দিদারুল ইসলামের যৌথ পরিচালনায় নামাজে জানাজায় আলোচনায় অংশগ্রহণ করেন প্রধান শিক্ষক মো. হায়দার আলী, ভারপ্রাপ্ত সুপার মাওলানা মো. কামাল হোসেন, মাওলানা তৌহিদুল ইসলাম কচি, হাফেজ ক্বারী মো. রবিউল ইসলাম, মাওলানা মো. অলিউল্লাহ, মো. জাকির হোসেন, মাওলানা জাহিদুল ইসলাম, মাওলানা মুফতি সামছুর রহমান ও এস এম আবু হারুনর রশীদ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইলিয়াজ হোসেন, রবিউল ইসলাম, আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখ, জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক ইয়ারুল ইসলাম রিপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আসাদুল ইসলাম বিপ্লব, নৈহাটী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক সার্চ কমিটির সদস্য মোঃ কবির শেখ, জাহিদুল ইসলাম রবি, আমিরুল ইসলাম তারেক, বাবু মোল্লা, সাজ্জাদ হোসেন, আঃ হালিম মোড়ল, মুছা শেখ, মোঃ তুহিন, নিজাম উদ্দিন টিটু, অন্তর হোসেন মাসুম, মাহফুজুর রহমান,
উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি মাসুম বিল্লাহ, সাবেক সদস্য সচিব ইউনুস গাজী, ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফিরোজ মীর, বিএনপি নেতা সাবেক ইউপি সদস্য মোঃ ওহিদুল ইসলাম, বসির হায়দার পল্টু, সাবেক ছাত্রদল নেতা আজিজুর রহমান, মাইনুল হাসান, এসএম মিজানুর রহমান, ইসরাইল শেখ বাবু, সাজ্জাদ হোসেন লিপন, রফিকুল ইসলাম বাবু, রূপসা কলেজ রুপসা কলেজ ছাত্রদল নেতা পিয়াস মুন্সী, বিএনপি নেতা মনিরুজ্জামান মনি, লাভলু শেখ, বাবুল শেখ আতাহার, রেজাউল করিম ছোট, মাজাহারুল, সোলায়মান আনসারি, খোন্দকার মনিরুজ্জামান মনি, খায়রুল ইসলাম খোকন, মোঃ মোজাফ্ফার শেখ, মোঃ আজগার হোসেন, মোঃ আলমগীর হোসেন, কর্ণপুর যুব সংঘের সভাপতি এম এ মান্নান,
বিএনপি নেতা বিল্লাল হোসেন, মোঃ আরিফ শেখ, মোঃ মাহবুব রহমান মুন্সি, বসির শেখ, জাকির হোসেন, জামায়াত নেতা মোঃ আবু দাউদ শেখ, গ্রাম্য চিকিৎসক মোঃ রেজাউল ইসলাম ও আব্দুস সাত্তার, শ্রমিক দল নেতা জালাল হাওলাদার, আঃ বারেক, যুবনেতা হাফেজ মাসুূদ মীর, মেহেদী হাসান, রনি মোল্লা, মোঃ আরমান শেখ, আসাদুজ্জামান অপু, তাঁতীদল নেতা সালমান শেখ, বিএনপি নেতা গোলাম রব্বানী, মোস্তাক মোল্লাসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।