মেহেরপুর ২ গাংনী আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি মোঃ আমজাদ হোসেনের উদ্যোগে প্রয়াত বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় গাংনী উপজেলা ও পৌর বিএনপির কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃ রুহুল আমিন।
এ সময় সাবেক উপজেলা চেয়ারম্যান মুরাদ আলী, বিএনপি নেতা উপাধ্যক্ষ নাসির উদ্দিন, পৌর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবলু, সাবেক কাউন্সিলর আব্দুল্লাহিল মারুফ পলাশ, সাবেক কাউন্সিলর নাসির উদ্দীন, বিএনপি নেতা ইয়ামিন আলী বাবলু, বিএনপি নেতা আব্দুল গনি, উপজেলা কৃষক দলের যুগ্ম সম্পাদক আব্দুল গাফফার, আবুল কালাম আজাদ, যুবদল নেতা সুজন , যুবদল নেতা আহসানুল হক সুমন সহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।