নতুন বছরের প্রথম আলো, স্বাগত ২০২৬

আলিফ হাসান; বিশেষ প্রতিবেদক | প্রকাশ: ১ জানুয়ারী, ২০২৬, ১২:০২ এএম
নতুন বছরের প্রথম আলো, স্বাগত ২০২৬

পুরোনো ক্যালেন্ডারের শেষ পাতাটি নীরবে উল্টে গেছে। সময়ের দীর্ঘ যাত্রায় আরেকটি বছর স্মৃতির খাতায় ঠাঁই নিয়েছে। পশ্চিম আকাশে ডুবে যাওয়া শেষ সূর্যটি সঙ্গে করে নিয়ে গেছে ব্যথা, প্রাপ্তি, হতাশা আর অর্জনের বহু গল্প। তার পরই ভোরের আলোয় পৃথিবীকে জানিয়ে দিয়েছে, শুরু হলো আরেকটি নতুন অধ্যায়। ইংরেজি নতুন বছর ২০২৬-কে স্বাগত জানাচ্ছে বাংলাদেশ, বুকভরা প্রত্যাশা আর চোখভরা স্বপ্ন নিয়ে।

নতুন বছরের প্রথম প্রহর মানেই মানুষের মনে এক অদ্ভুত নীরবতা। সেই নীরবতার ভেতরেই জন্ম নেয় নতুন আশা। যে আশা বলে, গত বছরের অসমাপ্ত কাজগুলো এবার পূর্ণতা পাবে। যে স্বপ্ন মনে করিয়ে দেয়, অন্ধকার যত গভীরই হোক, ভোর ঠিকই আসে। এই নতুন বছর তাই শুধু সময়ের হিসাব নয়, এটি নিজেকে নতুন করে গড়ে তোলার এক অব্যক্ত অঙ্গীকার।

বাংলা সাহিত্যের চিরচেনা সুরে নতুন বছর আসে আশ্বাস নিয়ে। আসে রবীন্দ্রনাথের বিশ্বাসের মতো করে, আজই শুরু হোক নতুন পথচলা। আসে জীবনানন্দের স্বপ্নের মতো, যেখানে প্রকৃতি আর মানুষের মন একসঙ্গে শ্বাস নেয়। বছরের প্রথম সকালে শিশুর হাসি, তরুণের স্বপ্ন আর প্রবীণের প্রার্থনা মিলেমিশে এক হয়ে যায়। এই মিলনেই নতুন বছরের প্রকৃত সৌন্দর্য।

গত বছরের স্মৃতি হালকা করে দেয় বুকের ভেতর। কিছু স্মৃতি আনন্দের, কিছু স্মৃতি ভারী। তবু মানুষ এগিয়ে যায়। কারণ সময় থেমে থাকে না, আর জীবন অপেক্ষা করে না। নতুন বছর সেই অমোঘ সত্যই আবার মনে করিয়ে দেয়। ভুলগুলোকে পেছনে ফেলে, অভিজ্ঞতাকে সঙ্গী করে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানায় ২০২৬।

নতুন বছরের ভোরে শহরের রাজপথ যেমন নতুন আলোয় ধুয়ে যায়, তেমনি গ্রামের মাঠ, নদী আর আকাশও ধারণ করে অন্যরকম প্রশান্তি। এই প্রশান্তির মাঝেই মানুষ প্রতিজ্ঞা করে, আগামীর দিনগুলো হবে আরও মানবিক, আরও ন্যায়ভিত্তিক। কথার চেয়ে কাজে, স্বপ্নের চেয়ে বাস্তবে বদলের আকাঙ্ক্ষা স্পষ্ট হয়ে ওঠে।

ইংরেজি নতুন বছর তাই কোনো আতশবাজির শব্দে সীমাবদ্ধ নয়। এটি নিঃশব্দে মানুষের মনে জায়গা করে নেয়। মনে করিয়ে দেয়, প্রতিটি নতুন দিনই এক একটি সুযোগ। ভুল থেকে শেখার, ভালোকে আঁকড়ে ধরার, আর মানুষ হিসেবে আরও পরিপূর্ণ হয়ে ওঠার সুযোগ।

২০২৬ সেই সুযোগের নাম। নতুন এই বছরে মানুষ খুঁজে পেতে চায় শান্তি, স্থিরতা আর সম্মিলিত এগিয়ে যাওয়ার শক্তি। সময়ের স্রোতে ভেসে নয়, সচেতন পায়ে হাঁটার প্রত্যয় নিয়েই নতুন বছরকে স্বাগত জানাচ্ছে বাংলাদেশ।

নতুন বছর শুভ হোক। জীবনের প্রতিটি ভোর হোক আশায় ভরা। সময়ের এই নতুন অধ্যায় লিখে যাক মানুষের গল্প, সাহসের গল্প, আর আলোর গল্প।

আপনার জেলার সংবাদ পড়তে