সৈয়দপুরে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাযা

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ১ জানুয়ারী, ২০২৬, ১২:১৯ পিএম
সৈয়দপুরে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাযা

নীলফামারীর সৈয়দপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাযা নামাজ অনুষ্ঠিত হয়েছে। মরহুমার গায়েবানা জানাযার নামাজে সকল শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

৩১ ডিসেম্বর বুধবার দুপুর ২ টায় সৈয়দপুর সাংগঠনিক জেলা বিএনপির আয়োজনে এ জানাযা নামাজের আয়োজন করা হয়। জানাযা নামাজ শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এসময় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিস্মরণীয় নেত্রী ছিলেন। দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও স্বাধীনতা রক্ষায় তিনি আজীবন সংগ্রাম করেছেন। তাঁর মৃত্যুতে জাতি একজন দৃঢ়চেতা ও আপসহীন নেতৃত্বকে হারাল। বক্তারা আরও বলেন, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে এবং তাঁর অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে বলেও জানান। 

এ সময় সৈয়দপুর সাংগঠনিক জেলা বিএনপির সভাপতি ও জাতীয় সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব আব্দুল গফুর সরকার,সিনিয়র সহসভাপতি এ্যাড. এসএম ওবায়দুর রহমান, সাধারণ সম্পাদক শাহিন আক্তার, যুগ্ন সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, সহসভাপতি সুমিত কুমার আগরওয়ালা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ বাবলু,সভাপতি রশিদুল হক সরকার,আবু নাসিম মিঠুসহ সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।