কাহারোলে সরিষা ফুলে ভরে গেছে মাঠ

এফএনএস (মোঃ আব্দুল্লাহ; কাহারোল, দিনাজপুর) : | প্রকাশ: ১ জানুয়ারী, ২০২৬, ০৩:২৫ পিএম
কাহারোলে সরিষা ফুলে ভরে গেছে মাঠ

দিনাজপুরের কাহারোল উপজেলায় সরিষার ফুলে ভরে গেছে ফসলের মাঠ। যেদিকে চোখ যায় শুধু সবুজের ফাকে হলুদের সমাহার। পথিকের নজর কাটতে ফুলের সৌন্দর্য বাড়িয়েছে মৌমাছির দল। গুন গুনিয়ে মধু আহরণে ব্যস্ত তারা। কখনো কখনো সরিষার ক্ষেতে বসেছে পোকা খাদক বুলবুলি ও শালিকের ঝাক। অনেকটাই প্রতিকুল আবহাওয়ার পরেই কাহারোল উপজেলায় এবার ১ হাজার ১৫০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে বলে কৃষি অধিদপ্তর জানিয়েছেন। গত বছর আবাদ হয়েছিল উপজেলায় ৯শত হেক্টর জমিতে। গতকাল বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায় উপজেলার মাঠে মাঠে চাষ করা বাহারি রকমের ফসল। ফসলের মাঠের শোভা বাড়িয়ে তুলেছে এসব সরিষার ক্ষেত। উপজেলার বলরামপুর গ্রামের আব্দুল বাসেদ জানান, তিনি এবার ৩৩ শতক জমিতে সরিষা চাষ করেছেন। একই গ্রামের শাহজাহান আলী কৃষি বিভাগের প্রণোদনা পেয়ে এক বিঘা জমিতে সরিষা আবাদ করেছেন। অপরদিকে উপজেলার ঈশানপুর গ্রামের আব্দুল হানিফ ২ বিঘা জমিতে সরিষা চাষ করেছেন। কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, চলতি মৌসুমে উপজেলায় ১হাজার ৩০০ জন চাষীকে সরিষা চাষ করার জন্য ১ কেজি সরিষার বীজ ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে প্রণোদনা হিসেবে। কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জাহিদুল ইসলাম জানান, এ বছর সরিষার আবাদ ভালো হয়েছে ফলনও ভালো ফলবে বলে আশা করছেন তিনি।