সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ার পার্সন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ (১ জানুয়ারি ২০২৬) বৃহসপতিবার দুপুরে দোয়ার আয়োজন করা হয়েছে। একাডেমিক ভবন মিলনায়তনে অনুষ্ঠিত দোয়া ও মোনাজাত পরিচালনা করেন স্থানীয় কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা যুবায়ের আহমাদ। খালেদা জিয়ার জীবনের সব ভুলত্রুটি ক্ষমা করে মহান আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন সেজন্য ফরিয়াদ জানানো হয়। দোয়া অনুষ্ঠানের পূর্বে উপাচার্য ড. মো. শহীদুল ইসলাম বলেন, খালেদা জিয়ার জানাজায় ব্যাপক লোক সমাগমই প্রমাণ করে তিনি কতটা জনপ্রিয় ছিলেন। জিয়াউর রহমানকে হত্যার পর বেগম খালেদা জিয়াকে অনেকটা বাধ্য হয়েই রাজনীতিতে প্রবেশ করতে হয়েছিল। একজন গৃহবধূ থেকে একটি দলকে তিনি যেভাবে নেতৃত্ব দিয়েছেন তা দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি বলেন, খালেদা জিয়া ছিলেন সব ক্ষেত্রে আপসহীন। দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে নিজের জীবন বাজি রেখে তিনি দেশ গড়ায় আত্ম নিয়োগ করেছিলেন। শিক্ষা বান্ধব বেগম খালেদা জিয়ার মৃত্যু দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। উপাচার্য এছাড়াও আলোচনায় অংশ নেন শিক্ষক ও শিক্ষার্থীরা ।