সরকার ঘোষিত শোক দিবসের সাথে সংগতি রেখে নওগাঁর পোরশায় প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় নিতপুর দিয়াড়াপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত হয়ে অনানুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন ইউএনও রাকিবুল ইসলাম। এসময় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকবর আলী, সহকারি শিক্ষক মশিউজ্জামান রুনু সহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অপরদিকে, উপজেলার সোমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ ৮৭টি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে। এছাড়াও বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে বই বিতরণ করা হয়।