জেলা বিএনপির সদস্যপদ ফিরে পেলেন সাবেক মেয়র মিজানুর রহমান মিজান

এফএনএস (সাইদ হোসেন সাজু; তানোর, রাজশাহী) : | প্রকাশ: ১ জানুয়ারী, ২০২৬, ০৭:১৫ পিএম
জেলা বিএনপির সদস্যপদ ফিরে পেলেন সাবেক মেয়র মিজানুর রহমান মিজান

বহিস্কারাদেশ প্রত্যাহার জেলা বিএনপির সদস্যপদ ফিরে পেলেন তানোর পৌর সভার সাবেক মেয়র রাজশাহী জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান মিজান। ১লা জানুয়ারী বৃহস্পতিবার কেন্দ্রীয় বিএনপির সুত্র : বিএনপি/সাধারণ/৭৭/৩/২০২৬ নং স্বারকে কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। উক্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আবেদনের প্রেক্ষিতে বহিস্কারাদেশ প্রত্যাহার করে বিএনপির সদস্যপদ ফিরিয়ে দেয়া হলো। ফলে তানোর পৌর সভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান পুনরায় রাজশাহী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য পদ ফিরে পেলেন। এনিয়ে মিজানুর রহমান মিজান বলেন, আলহামদুলিল্লাহ , শুকরিয়া আদায় করি মহান আল্লাহ তায়ালার কাছে। ধন্যবাদ জানায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী, রাজশাহী-১ আসনে বিএনপির প্রার্থী মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিন ও রাজশাহী-৩ আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলনসহ যারা আমার দুর্দিনে পাশে ছিলেন সেই সকল ভালোবাসার মানুষদের।

আপনার জেলার সংবাদ পড়তে