পটুয়াখালীতে বহিস্কৃত বিএনপি নেতা দুলাল মাদবর ও ভূমিদস্যু মিলন গাজীর দখলে থাকা নিজেদের চাষাবাদের প্রায় ৫০মন ধান ফিরে পেতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। বুধবার (৮ জানুয়ারী) সসকালে পটুয়াখালী প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে এমন অভিযোগ করেন নুর মোহাম্মদ রনি। লিখিত বক্তব্যে তিনি বলেন, হাইকোর্টের রায় পাওয়ার পর প্রায় ৭৯ শতাংশ জমিতে ধান রোপন দুই ভাই বোন। সেই ধান নিতে আসেন মিলন গাজী, খবির হাওলাদার, রফিক তালুকদার, মিলন হাওলাদারসহ ২৫/৩০ জন সন্ত্রাসী। এনিয়ে আইনজীবী সমিতিতে মিমাংসার জন্য বসলে বিবাদীরা শালিসি না মেনে চলে যান। বর্তমানে ধান নষ্ট হওয়ার পর্যায়ে রয়েছে। এছাড়া আজ অবদি সেই ধান দুলাল মাদবর ও মিলন গাজী ভূক্তভোগিদের না দিয়ে উল্টো বিভিন্ন ভাবে ভয়ভীতি ও হুমকী প্রদর্শন করে আসছে বলে জানান তারা।