নববর্ষে বিজিবির ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন

এফএনএস (সাকিব মামুন; লংগদু ও বাঘাইছড়ি, রাঙ্গামাটি) : | প্রকাশ: ১ জানুয়ারী, ২০২৬, ০৮:০১ পিএম
নববর্ষে বিজিবির ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন

পার্বত্য অঞ্চলের দুর্গম ও সুবিধাবঞ্চিত জনগণের মাঝে প্রাথমিক চিকিৎসা সেবা পৌঁছে দেওয়র প্রত্যয়ে ইংরেজি নববর্ষ ২০২৬-এর প্রথম দিনেই বর্ডার গার্ড বাংলাদেশ রাজনগর ৩৭ বিজিবি জোন কর্তৃক আয়োজন করা হয়েছে ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন। ক্যাম্পেইনে রাজনগর ব্যাটালিয়নের মেডিক্যাল অফিসার মেজর ইমরান হোসেন তার সহকারী কর্মীদের সমন্বয়ে গঠিত মেডিক্যাল টিম বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, রোগ নির্ণয় এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেন। এতে নারী, শিশু ও বয়স্কসহ পাহাড়ি-বাঙালি অর্ধ-শতাধিক স্থানীয় জনসাধারণ চিকিৎসাসেবা গ্রহণ করেন। স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ বিজিবির এই মানবিক উদ্যোগকে আন্তরিকভাবে প্রশংসা করে বলেন, এ ধরনের কার্যক্রম বিজিবি ও সাধারণ মানুষের মধ্যে সম্পর্কের বন্ধন আরও দৃঢ় করে তুলবে। তাঁরা চিকিৎসা সেবার জন্য বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিজিবি জানায়, এই ক্যাম্পেইনের মাধ্যমে রাজনগর ব্যাটালিয়ন তথা বর্ডার গার্ড বাংলাদেশের জনসেবামূলক কার্যক্রম ও জনগণের কল্যাণে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে