কয়রায় আওয়ামীলীগ নেতার পদত্যাগ

এফএনএস (মোঃ রিয়াছাদ আলী; কয়রা, খুলনা) : | প্রকাশ: ২ জানুয়ারী, ২০২৬, ১২:৩৫ পিএম
কয়রায় আওয়ামীলীগ নেতার পদত্যাগ

কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতির পদ হতে  মোঃ নোয়াব আলী মোল্যা পদত্যাগ করেছেন। তিনি ঐ ইউনিয়নের জোড়শিং গ্রামের মৃত এরফান আলী মোল্যার পুত্র। শুক্রবার (২ জানুয়ারি)  বেলা ১১টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে উপস্থিত হয়ে লিখিত সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি পদত্যাগ করেন। সংবাদ সম্মেলনে নোয়াব আলী মোল্যা বলেন, সম্প্রতি দেশের রাজনৈতিক পরিস্থিতি, পারিবিরক সমস্যা ও শারীরিক অসুস্থ্যতার কারণে ইউনিয়ন  আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করতে পারছি না। যে কারণে সংবাদ সম্মেলনের মাধ্যমে পদত্যাগ করছি। তিনি আরও বলেন, বিগত দিনে মামলা হামলার ভয় দেখিয়ে আমাকে ঐ পদে রাখে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ। বর্তমানে আমার পক্ষে উক্ত ইউনিয়নের আওয়ামীলীগের সহ-সভাপতির পদে দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। এ জন্য আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে স্বেচ্ছায় পদত্যাগ করছি।

আপনার জেলার সংবাদ পড়তে