এফএনএস সংবাদ প্রকাশের জের

সংগ্রামী নারীর পাশে দাঁড়ালেন ইউএনও

এফএনএস (মোঃ একরামুল হক মুন্সী; চিতলমারী, বাগেরহাট) : | প্রকাশ: ২ জানুয়ারী, ২০২৬, ০২:০৮ পিএম
সংগ্রামী নারীর পাশে দাঁড়ালেন ইউএনও

বাগেহাটের চিতলমারী উপজেলার গরীবপুর গ্রামের এক মা‘ ও তার দুই ছেলেকে নিয়ে সামান্য জমিতে হাল চাষের দৃশ্যপট শিরোনামটি ছিলো “এক অনাবদ্য মায়ের সংগ্রামী জীবণ” আমার দেশ চিতলমারী উপজেলা প্রতিনিধি একরামুল হক মুন্সীর ঐ শিরোনামে একটি প্রতিবেদন জনপ্রিয় “ ফেয়ার নিউজ এজেন্সি লিঃ” এর অনলাইন ভার্সনে প্রকাশিত হয়। প্রকাশিত প্রতিবেদনটি বৃহস্পতিবার (০১ জানুয়ারি-২০২৬) চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার মো: সাজ্জাদ হোসেন এর দৃষ্টি গোচর হয়। তিনি রাত ৯টায় দ্রুত উমোজুড়ি গ্রামে ছুটে গিয়ে ঐ নারীর পরিবারের পাশে দাঁড়ান। এসময় তিনি ঐ পরিবারকে খাদ্যসামগ্রী ও শীতবস্ত্র প্রদান করেন। এছাড়া ইউএনও সাজ্জাদ হোসেন ঐ নারীর দুই শিক্ষার্থী ছেলের পড়া-লেখার জন্য প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। “পুরো প্রতিবেদনের সংক্ষিপ্ত অংশ হলো- জীবনযুদ্ধে অনবদ্য এক ‘মা’ও তার দুই সন্তানের সংগ্রামী জীবন চলছেই-চলছে । গোয়ালে গরুনেই, কাছে অর্থনেই, তবুও জমিতে ধানের চারা আগাম রোপন করতে হবে। নিজের কাঁধে লাঙ্গল-জোয়াল তুলে না নিলে হয়তো সারা বছর অনাহারে থাকতে হবে। কোনমতে কষ্ট-ক্লান্তি করে ১বিঘা জমি চাষাবাদ শেষ করতে পারলেই কিছুটা স্বস্তি মিলবে”।

আপনার জেলার সংবাদ পড়তে