পিরোজপুরের কাউখালীতে হাড় কাঁপানো শীত, কুয়াশা ও হিমেল হাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তীব্র শীতে ঘরহীন ও ছিন্নমূল মানুষের কষ্ট যেন তীব্র হয়ে উঠেছে। সেই কষ্ট কিছুটা লাঘব করতে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বৃহস্পতিবার রাতে ও শুক্রবার উপজেলার বিভিন্ন এলাকার ঘুরে ঘুরে এতিমখানা, মাদ্রাসা ও শীতার্ত ছিন্নমূল মানুষের কাছে গিয়ে কম্বল বিতরণ করেন। শীতের রাতে হঠাৎ প্রশাসনের উপস্থিতিতে অনেকেই বিস্মিত হন। কেউ ঘুম থেকে উঠে কেউ আগুন পোহানো অবস্থায় কম্বল গ্রহণ করেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, শীতের কষ্ট সবচেয়ে বেশি ভোগ করেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষ ও ছিন্নমূল মানুষেরা। ঘুরে ঘুরে উপজেলার বিভিন্ন আশ্রয়ন প্রকল্প, এতিমখানা, নদীর পাড়ে অসহায় মানুষ, ছিন্নমূল ও খোলা আকাশের নিচে থাকা মানুষের কাছে কম্বল পৌঁছে দেই।