বেগম খালেদা জিয়া'র স্মরণে রূপসায় ওয়ার্ড বিএনপির দোয়া

এফএনএস (এম এ : আজিম; খুলনা) | প্রকাশ: ২ জানুয়ারী, ২০২৬, ০৬:৫০ পিএম
বেগম খালেদা জিয়া'র স্মরণে রূপসায় ওয়ার্ড বিএনপির দোয়া

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া'র রুহের মাগফেরাত কামনা করে রূপসার নৈহাটী ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও তবারক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) বাদ আসর ইলাইপুর দলিল উদ্দিন সড়ক চত্বরে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।  আলেচনা সভায় সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা মো. ওহিদুল ইসলাম শেখ। বিএনপি নেতা মো. আদিপ শেখ ও উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলাম রিমনের যৌথ পরিচালনায় উপস্থিত ছিলেন, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ যথাক্রমে, সাইফুল ইসলাম, মো. মনিরুল ইসলাম মনি,  এস এম মিজানুর রহমান, এনায়েত হোসেন, মো. ফারুক হোসেন, মো. সালমান শেখ, মোশাররফ হোসেন,  মোঃ আনিস শেখ প্রমুখ।  যৌথভাবে দোয়া-মোনাজাত পরিচালনা করেন, বায়তুল মামুর জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মাহফুজ শেখ ও মোমিনবাগ জামে মসজিদের ইমাম ও খতীব হাফেজ মাওলানা ইয়াসিন আরাফাত।

আপনার জেলার সংবাদ পড়তে