বরিশালে ইঁদুর মারার ফাঁদে প্রাণ গেল কৃষকের

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ২ জানুয়ারী, ২০২৬, ০৭:১৭ পিএম
বরিশালে ইঁদুর মারার ফাঁদে প্রাণ গেল কৃষকের

ক্ষেতের ফসল রক্ষার জন্য নিজের পাতা বৈদ্যুতিক ফাঁদে অসাবধানতাবশত জড়িয়ে প্রাণ গেছে হালিম হাওলাদার (৫৫) নামের এক কৃষকের। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার মাগুরা-মাদারীপুর গ্রামে। মৃত হালিম ওই এলাকার মৃত হাসেম হাওলাদারের ছেলে। জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাতে ক্ষেত্রের ফসল রক্ষার জন্য হালিম তার নিজের ক্ষেতে বিদ্যুতের তার দিয়ে ইঁদুর মারার জন্য ফাঁদ পেতে রাখেন। শুক্রবার দুপুরে ফাঁদের বিদ্যুৎ সংযোগ বন্ধ না করে ক্ষেতে গিয়ে অসাবধানতাবশত তারে জড়িয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানিয়েছেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে