সুভদ্রাকাটি গ্রামের শতবর্ষী থাকো বিবির দাফন সম্পন্ন

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ২ জানুয়ারী, ২০২৬, ০৭:৫৫ পিএম
সুভদ্রাকাটি গ্রামের শতবর্ষী  থাকো বিবির দাফন সম্পন্ন

আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের নাকনা গ্রামের মরহুম আছির উদ্দীন গাজীর স্ত্রী শতবর্ষী নারী থাকো বিবির (১২০) দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার সকালে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি এক কন্যা,নাতি-নাতনি সহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।  এদিন বিকাল ৪:৩০ টায় সুভদ্রাকাটি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মরহুমার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন সাতক্ষীরা-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার। অন্যদের মধ্যে উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা নূরুল আবসার মুর্তাজা, সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আনওয়ারুল হক, সহ সেক্রেটারী প্রফেসর শাহজাহান হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা রিয়াছাত আলী, প্রতাপনগর ইউনিয়ন আমীর মাওলানা অহিদুজ্জামান, নায়েবে আমির মাওলানা শফিকুল ইসলাম, বাইতুলমাল সম্পাদক মাওলানা কামরুজ ইসলাম, দক্ষিণ শাখা ছাত্র শিবিরের সভাপতি মোঃ মহিব্বুল্লাহ, স্বাস্থ্য সহকারি সাইফুল কবির, মাস্টার আলমগীর হোসেন, মাওলানা তৈয়েবুর রহমান, নুরুল হক গাজী, হাফেজ পেয়ার আলী প্রমুখ উপস্থিত ছিলেন। জানাযা নামাজ শেষে মরহুমাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে