বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) :
| আপডেট: ২ জানুয়ারী, ২০২৬, ০৮:০২ পিএম | প্রকাশ: ২ জানুয়ারী, ২০২৬, ০৮:০২ পিএম
বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মামুনের সভাপতিত্বে আজ সন্ধ্যায় মোরগ মহল বিএনপি কার্যালয়ের সামনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মামুন বলেন, জনগণকে ভালোবাসতেন বলেই ফ্যাসিবাদ সরকারের আমলে জেল, নির্যাতনের মধ্যেও তিনি দেশ ছাড়েননি। সেজন্য তিনি বাঙ্গালী ও বর্হিবিশ্বের কাছে স্মরণীয় হয়ে থাকবেন। এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য মোঃ রফিকুল ইসলাম রফিক, জেলা মহিলা দলের সহ-সভাপতি বিলকিছ বেগম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম, কৌশিক আহমেদ সৌরভ, নাদভী চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের শাহিনুল হক সোহাগ, যুবদল নেতা নাছির উদ্দিন সোহাগ, মোঃ ইসমাইল মিয়া, জামান মেম্বার, জাহিদুল্লাহ জোজি, পিরিজপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন ভূইয়া, নিকলী নতুন বাজার বনিক সমিতির সভাপতি মোঃ করম আলী, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সদর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুর রশিদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ কমিটির সাধারণ সম্পাদক সুশীল চন্দ্র তালুকদার ও দামপাড়া ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ খাইরুল ইসলাম।

আপনার জেলার সংবাদ পড়তে