ট্রাকচাঁপায় মোটরসাইকেল চালকসহ দুই যুবক নিহত

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ৩ জানুয়ারী, ২০২৬, ১১:০১ এএম
ট্রাকচাঁপায় মোটরসাইকেল চালকসহ দুই যুবক নিহত

বেপরোয়াগতির ট্রাকচাঁপায় মোটরসাইকেল চালক ও আরোহী দুই যুবক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার (২ জানুয়ারি) দিবাগত রাত বারোটার দিকে বরিশাল নগরীর রূপাতলী উকিলবাড়ির সামনে বরিশাল-ঝালকাঠী আন্তঃমহাসড়কে। শনিবার (৩ জানুয়ারি) সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ওসি মামুন উল ইসলাম। নিহতরা হলেন-নগরীর রূপাতলীর বাসিন্দা জুয়েল (২৮) এবং রুইয়ার পোল এলাকার রাসেল (২৫)।  তারা দুইজনেই এসিআই এনিমেল হেলথের স্টোরে হেলপার পদে কর্মরত ছিলেন। কোতয়ালী মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে-শুক্রবার রাত ১২টার দিকে অফিস শেষ করে জুয়েল এবং রাসেল নাস্তা করতে মোটরসাইকেলযোগে রূপাতলী বাস টার্মিনালের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরিত দিক থেকে ঝালকাঠিগামী মালবোঝাই (কুষ্টিয়া-ট ১১-২৫৪৫) ট্রাক বেপরোয়াগতিতে এসে মোটরসাইকেলটিকে চাঁপা দেয়। এতে ঘটনাস্থলেই রাসেল নিহত হয়। গুরুত্বর আহত জুয়েলকে স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। কোতয়ালী মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম জানিয়েছেন-দুর্ঘটনার পরপরই ট্রাকটি রাস্তার ওপর রেখেই পালিয়ে গেছে চালক এবং হেলপার। তাদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। ওসি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।