টাঙ্গাইল এসোসিয়েশন উত্তরা’র মানবিক উদ্যোগ

এফএনএস (সৈয়দ সরোয়ার সাদী রাজু; ভূঞাপুর, টাঙ্গাইল) : | প্রকাশ: ৩ জানুয়ারী, ২০২৬, ১১:৫১ এএম
টাঙ্গাইল এসোসিয়েশন উত্তরা’র মানবিক উদ্যোগ

কনকনে শীত। দিন যত যাচ্ছে, শীতের তীব্রতাও ততই বাড়ছে। এই দুর্যোগময় সময়ে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে অসহায়, দরিদ্র ও ছিন্নমূল মানুষ। শীতের এই কঠিন বাস্তবতায় উষ্ণতার পরশ ছড়িয়ে দিতে প্রতি বছরের মতো এবারও মানবিক উদ্যোগে এগিয়ে এসেছে টাঙ্গাইল এসোসিয়েশন উত্তরা ও সাউদার্ন ক্লোথিংস লিমিটেড। সংগঠনটি চলতি শীত মৌসুমে টাঙ্গাইল জেলার ৫০টি উপকেন্দ্র এবং রাজধানীর উত্তরা এলাকার ১৮টি সেক্টরের বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা, মক্তব ও ছিন্নমূল ভাসমান মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করছে। এই কার্যক্রমের মাধ্যমে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি মানবিক দায়বদ্ধতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করছে সংগঠনটি। সংগঠন সূত্রে জানা যায়, এ বছর ইতোমধ্যে ৫ হাজার কম্বল, ১৫ হাজার চাদর, ৮ হাজার সোয়েটার ও ১০ হাজার শীতটুপি বিতরণ সম্পন্ন হয়েছে। শীতবস্ত্র পেয়ে অনেক অসহায় মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছেন, চোখেমুখে ফুটে উঠছে কৃতজ্ঞতার ছাপ। এই বৃহৎ কর্মসূচি বাস্তবায়নে সংগঠনের  সভাপতি খন্দকার ইলিয়াস হোসেন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আরজু মিয়ার তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় সুষ্ঠু ও পরিকল্পিতভাবে কার্যক্রম পরিচালিত হচ্ছে। পাশাপাশি এ মহতী উদ্যোগে ইসি কমিটির সদস্যবৃন্দ, উপদেষ্টা পরিষদের সদস্য ও সাধারণ সদস্যদের সক্রিয় অংশগ্রহণ এবং বিশেষ অনুদান কর্মসূচিকে আরও গতিশীল করেছে। টাঙ্গাইল এসোসিয়েশন উত্তরা’র এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুধু সহায়তা নয়, বরং সমাজের প্রতি দায়িত্ববোধ ও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। আয়োজকদের প্রত্যাশা-এই উদ্যোগের মাধ্যমে শীতার্ত মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে।

আপনার জেলার সংবাদ পড়তে