কয়রায় জাতীয় সমাজসেবা দিবস পালন উপলক্ষে র‌্যালি

এফএনএস (মোঃ রিয়াছাদ আলী; কয়রা, খুলনা) : | প্রকাশ: ৩ জানুয়ারী, ২০২৬, ১২:১৮ পিএম
কয়রায় জাতীয় সমাজসেবা দিবস পালন উপলক্ষে র‌্যালি

কয়রা উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অফিসের উদ্যোগে জাতীয় সমাজসেবা দিবস পালন উপলক্ষে  র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ৩ জানুয়ারি) সকাল ১০ টায় কয়রা সদরে  র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও  ইউনিয়ন সমাজ কর্মি মোঃ ইয়াছিন আলীর সঞ্চালনায়  এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ আঃ ছালাম, বিআরডিবির চেয়ারম্যান এফ এম মনিরুজ্জামান মনি, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, সমাজসেবা অফিসের ফিল্ড সুপারভাইজার গোপাল চন্দ্র মন্ডল, শিক্ষক আরিফুল ইসলাম ছানা, সমাজসেবা অফিসের সমাজকর্মি মোঃ রিয়াজুল ইসলাম, আবু সাইদ, দেব প্রসাদ মন্ডল, আলমগীর হোসেন প্রমুখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী সহ বিভিন্ন ক্লাবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে