আপিলের সুযোগ রাখল ইসি

ঢাকা–৯ আসনে তাসনিম জারার মনোনয়ন বাতিল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ৩ জানুয়ারী, ২০২৬, ১২:৩৭ পিএম
ঢাকা–৯ আসনে তাসনিম জারার মনোনয়ন বাতিল

ঢাকা–৯ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় নামা চিকিৎসক ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। যাচাই-বাছাই শেষে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা তার প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত জানান, ফলে এই আসনের নির্বাচনী সমীকরণে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে বিষয়টি।

শনিবার (০৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন বাতিলের ঘোষণা আসে। এর আগে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ঢাকা–৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তাসনিম জারা।

তাসনিম জারা এর আগে ন্যাশনাল সিটিজেনস পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ছিলেন। জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর সঙ্গে এনসিপির নির্বাচনী জোট নিয়ে দলীয় অবস্থানের সঙ্গে মতভেদের কারণে তিনি পদত্যাগ করেন। পদত্যাগের পরই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন।

মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামার তথ্যে দেখা যায়, তাসনিম জারার বার্ষিক আয় ৭ লাখ ১৩ হাজার ৫৯৭ টাকা। মোট সম্পদের পরিমাণ ১৯ লাখ ১৩ হাজার ৫০৯ টাকা। তিনি আয়কর দিয়েছেন ৩৪ হাজার ৫৭ টাকা। হলফনামা অনুযায়ী তার নামে কোনো মামলা, ঋণ, দায় বা সরকারি পাওনা নেই।

সম্পদ বিবরণীতে উল্লেখ করা হয়, তার কোনো বাড়ি, ফ্ল্যাট, কৃষি বা অকৃষি জমি নেই। অলংকার আছে আনুমানিক আড়াই লাখ টাকার। ব্যাংকে তার নামে জমা রয়েছে ১০ হাজার ১৯ টাকা। হাতে নগদ রয়েছে ১৬ লাখ টাকা এবং ২ হাজার ২৭০ ব্রিটিশ পাউন্ড। তার স্বামী খালেদা সাইফুল্লাহর হাতে নগদ রয়েছে ১৫ লাখ টাকা ও ৬ হাজার ব্রিটিশ পাউন্ড।

হলফনামায় আরও বলা হয়, চাকরি থেকে বছরে তার আয় ৭ লাখ ১৩ হাজার ৩৩৩ টাকা। ব্যাংকে আমানত রয়েছে ২৬৪ টাকা। দেশের বাইরে তার আয় ৩ হাজার ২০০ পাউন্ড। দেশের বাইরে স্বামীর আয় দেখানো হয়েছে ৩৯ হাজার ৮০০ পাউন্ড। পেশায় তাসনিম জারা একজন চিকিৎসক এবং তার স্বামী উদ্যোক্তা ও গবেষক।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারির মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।

আপনার জেলার সংবাদ পড়তে