কাউখালীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালিত

এফএনএস (মোঃ রফিকুল ইসলাম রফিক; কাউখালী, পিরোজপুর) : | প্রকাশ: ৩ জানুয়ারী, ২০২৬, ০৩:৪৭ পিএম
কাউখালীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালিত

পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবার আয়োজনে, শনিবার (৩ জানুয়ারি) বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালন করেছে। এ উপলক্ষে সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে এক আলোচনা সভায় উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইয়াকুব হোসাইন, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার প্রমুখ। আলোচনা সভা শেষে উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের হোগলা পল্লী মাতৃকেন্দ্রের ৪ জন সদস্যর প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ২ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়। এছাড়া ১০ জন প্রতিবন্ধী ব্যক্তির সুবর্ণ নাগরিক কার্ড প্রদান করা হয়েছে।  

আপনার জেলার সংবাদ পড়তে