গাইবান্ধার পলাশবাড়ীতে দূর্ঘটনা কবলিত একটি দাড়িয়ে থাকা ট্রাকের সাথে কোচের ধাক্কায় কোচ চালক আব্দুল্লাহ (২৫) নিহত হয়েছেন। এ ঘটনায় ১০ জন আহত হয়েছে। জানা যায়, বুধবার ভোর রাতে পলাশবাড়ী পৌরশহরের ঢাকা-বগুড়া মহাসড়ক আখ ক্রয় কেন্দ্র এলাকায় এ সড়ক দূর্ঘটনাটি ঘটে। ঢাকা থেকে কুড়িগ্রামগামী সাগরিকা পরিবহনের একটি কোচ ওইস্থানে পেীঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে পূর্বে দূর্ঘটনায় কবলিত দাড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা দেয়। এতে কোচ চালক সিটেই চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পলাশবাড়ী ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানায় হস্তান্তর করেন। নিহত আব্দুল্লাহ কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার হাজিরহাট কালাপানী এলাকার নাছির উদ্দিনের ছেলে। এ ঘটনায় কমপক্ষে ১০ আহত হয়েছেন। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মো. মোজাফ্ফর হোসেন জানান, কোচটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। কোচ চালকের মরদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।