হঠাৎ গুলির শব্দে প্রকল্পিত হয়ে ওঠে বিজিবি ক্যাম্প! সহকর্মীরা দৌড়ে গিয়ে যা দেখলেন, তাতে স্তব্ধ হয়ে গেছে পুরো ব্যাটালিয়ন। মাত্র ২২ বছর বয়সী টগবগে তরুণ সিপাহী নাসির উদ্দিন নিজের সরকারি রাইফেল দিয়ে নিজের বুকেই চালিয়ে দিলেন গুলি। ঘটনাটি ঘটেছে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়ানের গঙ্গাহার বিওপিতে। শুক্রবার দুপুরে যখন টহল পার্টি ডিউটির জন্য প্রস্তুতি নিচ্ছিল(ফলিনরত অবস্থা)ঠিক তখনই অস্ত্র নিয়ে লাইনের পেছনে এমটি গ্যারেজের আড়ালে চলে যান নাসির। কিছু বুঝে ওঠার আগেই একটি গুলির শব্দ, সহকর্মীরা তড়িঘড়ি করে খুঁজতে গিয়ে দেখেন, গ্যারেজের পেছনে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন তিনি। দ্রুত তাকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। দুপুর ১টা ১৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই বিজিবি সদস্য।মাত্র ১ বছর ৪ মাস আগে দেশের সেবায় নিয়োজিত হওয়া এই তরুণের জীবন প্রদীপ এভাবে নিভে যাবে, তা কেউ কল্পনাও করেনি। তার সিপাহী পরিচয় নাসির উদ্দিন(নম্বর: ১১৪৬০৪)। তার বাড়ি ঝিনাইদহ পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের খাজুরা প্রাথমিক বিদ্যালয়ের পাশে তার পিতার নাম বাবুল মন্ডল। মা মৃত মনিমালা বেগম। এক বোন নাদিয়াকে রেখে গেছেন তিনি। ২০২৪ সালের ২১ জুলাই চাকরিতে যোগদান করেন। গত বছরের ৩ জানুয়ারি লালমনিরহাট ব্যাটালিয়নে তার পদায়ন হয়েছিল।চাকরি জীবনের খুব অল্প সময়েই কেন এমন ভয়ংকর পথ বেছে নিলেন নাসির, তা নিয়ে এলাকায় ও বিজিবি মহলে চলছে নানা জল্পনা-কল্পনা। ২২ বছরের এই অবিবাহিত তরুণের মৃত্যুতে তার গ্রামের বাড়ি ঝিনাইদহে শোকের ছায়া নেমে এসেছে। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শামসুল আরেফিন জানান, বিজিবি সদস্য নাসিরের মৃত্যুর খবর পেয়েছি।