মেহেরপুরে বিএনপির জামায়াত জাতীয় পার্টি ও সিপিবির প্রার্থীর প্রার্থিতা বৈধ আর নানা অসঙ্গতি থাকায় এনসিপি ও বিএনপি'র বিদ্রোহী প্রার্থী সহ ৫ জনের মনোনয়ন বাতিল করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডঃ সৈয়দ এনামুল কবীর। শনিবার সকাল ১১ টায় মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মেহেরপুর-১ আসনে দাখিলকৃত প্রার্থীদের দাখিলকৃত মনোনয়ন পত্র যাচাই বাছাই শেষে এটাতো নিশ্চিত করেছেন রিটার্নিং কর্মকর্তা। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবীর জানিয়েছেন, দলীয় মনোনয়ন না থাকায় অ্যাড. কামরুল হাসান, আমিরুল ইসলাম, রোমানা আহমেদ, আয়কর তথ্য গড়মিল থাকায় এনসিপি প্রার্থী ইঞ্জি. সোহেল রানা ও স্বতন্ত্র প্রার্থী মাহাবুব রহমানের আয়কর গরমিল সহ একভাগ ভোটারের স্বাক্ষর না থাকায় মনোনয়ন বাতিল করা হয়েছে। এছাড়া বিএনপি প্রার্থী মাসুদ অরুন, জামায়াত প্রার্থী তাজ উদ্দিন আহমেদ, জাতীয় পার্টির আব্দুল হামিদ, সিপিবির অ্যাড. মিজানুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। মেহেরপুর-১ আসনে বৈধ প্রার্থীরা হলেন, বিএনপি প্রার্থী মাসুদ অরুন, জামায়াত প্রার্থী মোঃ তাজউদ্দিন খাঁন, জাতীয় পার্টির আব্দুল হামিদ, সিপিবির অ্যাড. মিজানুর রহমান। পরে মেহেরপুর-২ আসনের মনোনয়ন পত্র যাচাই বাছাই করা হয়। দাখিলকৃত ৩ প্রার্থীর মনোনয়নও কিছু সংশোধিন সাপেক্ষে বিকেল চারটায় বৈধ ঘোষণা করার হবে বলে জানা গেছে। তারা হলেন- বিএনপি প্রার্থী মোঃ আমজাদ হোসেন, জামায়াত প্রার্থী নাজমুল হুদা ও জাতীয় পার্টির আব্দুল বাকি। মনোনয়নপত্র যাচাই বাছাইকালে অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান, জেলা নির্বাচন কর্মকর্তা মো: এনামুল হক সহ প্রার্থী ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।