হাদি হত্যাকাণ্ডের বিচার নিয়ে তাড়াহুড়ার সুযোগ নেই: পররাষ্ট্র উপদেষ্টা

এফএনএস অনলাইন: | প্রকাশ: ৩ জানুয়ারী, ২০২৬, ০৬:০৩ পিএম
হাদি হত্যাকাণ্ডের বিচার নিয়ে তাড়াহুড়ার সুযোগ নেই: পররাষ্ট্র উপদেষ্টা
ছবি, সংগৃহিত

ইনক্লাব মঞ্চের শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের দেশে ফেরত আনার বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বললেন, বিচার নিয়ে তাড়াহুড়ার সুযোগ নেই। হাদি হত্যাকাণ্ডে জড়িতদের বাংলাদেশে ফেরত আনার চেষ্টা চলছে। জড়িতরা ভারতে থাকার তথ্য থাকলেও নির্দিষ্ট কোথায় আছে, সে তথ্য নেই। সেটি জানা গেলে ভারত সরকারকে তাদের ধরার বিষয়ে বলা হতো।

মুন্সীগঞ্জে সরকারি দফতর প্রধানদের সঙ্গে আজ (৩ জানুয়ারি) এক মতবিনিময়সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মো. তৌহিদ হোসেন বলেন, “বাংলাদেশের সঙ্গে বহির্বিশ্বের সবার ভালো সম্পর্ক। ১২ ফেব্রুয়ারি সরকার নির্বাচন করে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব দেবে। তাই বহির্বিশ্বের চাপের কোনো বিষয় নেই। অন্যান্য দেশ বাংলাদেশের সঙ্গে কতটুকু ভালো সম্পর্ক রাখবে, সেটা তাদের বিষয়।”

এর আগে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বেলা ১১ টার দিকে শহরের দক্ষিণ কোর্টগাঁও এলাকার জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। 

সকাল ১১টায় শহরের উত্তর ইসলামপুর এলাকার কবরস্থানে জুলাই আন্দোলনে শহীদ নুর মোহাম্মদ ডিপজল, সজল মোল্লা ও রিয়াজুল ফরাজীর কবর জিয়ারত করেন ও শহীদ পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। 

এসময় কার সঙ্গে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী ও পুলিশ সুপার মো. মেনহাজুল আলম।

আপনার জেলার সংবাদ পড়তে