বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বললেন, শেখ হাসিনাকে ভারত অবিলম্বে বাংলাদেশে ফেরত পাঠাবে বলে আশা প্রকাশ করছি। মাফিয়া নেত্রী শেখ হাসিনার নির্দেশে দেশে হত্যাকাণ্ড চলছে। বাংলাদেশ ও বাইরের পৃথিবীতে নিষ্ঠুরতম স্বৈরশাসক হিসেবে পরিচিতি লাভ করেছেন তিনি। আমরা আশা করব ভারত এই মাফিয়া নেত্রীকে অবিলম্বে ফেতর দেবে।
আজ (৩ জানুয়ারি) ভোলার জেলা প্রশাসক সম্মেলনকক্ষে মনোনয়নপত্র যাচাই-বাচাই শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের নাগরিককে হত্যা করে ও গণতন্ত্রকামী মানুষের জীবন বিনষ্ট করে তারা বিনা বাধায় ভারতে প্রবেশ করে, এটি অত্যন্ত দুঃখজনক। আমরা আশা করব, এ ধরনের যারা হত্যাকাণ্ড করে ভারত সরকার তাদের গ্রেপ্তার করে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেবে।
তিনি আরও বলেন, শহীদ ওসমান হাদির কথা আপনারা সবাই জানেন। তাকে মর্মান্তিকভাবে সীমান্তের ওপার থেকে এসে, ভারতের অর্থ, সাহায্য-সহযোগিতা ও প্ল্যানিংয়ের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে। আওয়ামী লীগের স্থানীয়রা তাকে (হত্যাকারীকে) আবার ভারতে পাচার করে দিয়েছে। তারা আতঙ্কিত যে আগামী নির্বাচনের যে সময় বাকি আছে, এ সময় আরো হত্যাকাণ্ড চালানোর জন্য মাফিয়া দল আওয়ামী লীগ সচেষ্ট থাকবে এবং তাদের প্রতিবেশী রাষ্ট্র থেকে সহায়তা দেওয়া হবে।