রামগতিতে তারুণ্যের উৎসব উদযাপনে বর্ণাঢ্য র‌্যালী

এফএনএস (নজরুল ইসলাম; রামগতি, লক্ষ্মীপুর) : | প্রকাশ: ৮ জানুয়ারী, ২০২৫, ০৭:০৭ পিএম
রামগতিতে তারুণ্যের উৎসব উদযাপনে বর্ণাঢ্য র‌্যালী

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’-এ প্রতিপাদ্যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে লক্ষ্মীপুরের রামগতিতে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে তারুণ্যের উৎসব শুরু হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার বেলা ১২ টায় বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’-এ প্রতিপাদ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তারুণ্যের উৎসব উদযাপন কমিটির সভাপতি সৈয়দ আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উৎসবের বিষয়বস্তু উপস্থাপন করেন তারুণ্যের উৎসব উদযাপন কমিটির সদস্য সচিব ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান। এসময় তারুণ্যের ভাবনা ও বিভিন্ন কর্মসূচী নিয়ে আলোচনায় অংশ নেন রামগতি পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির আহবায়ক সাহেদ আলী পটু, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহিম, আলেকজান্ডার কামিল মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা তৈয়ব আলী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. গোলাম সারওয়ার, রামগতি থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) কার্তিক বিশ্বাস, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রূপাঞ্জলী কর, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী দপ্তরের উপসহকারি প্রকৌশলী তানবিরুল ইসলাম, ছাত্র সমন্বয়ক তানভির আহমেদ আদনান, সাকিব আহমেদ প্রমূখ। জানা যায়, জুলাই-আগস্ট বিপ্লবের অনুপ্রেরণায় উজ্জীবিত হয়ে এ উৎসব আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। প্রধান উপদেষ্টার দপ্তরের তত্ত্বাবধানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠিতব্য উৎসবে সরকারের বিভিন্ন দপ্তর সমন্বিতভাবে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করবে। উৎসবের বিভিন্ন আয়োজনের মধ্যে রয়েছে বিভিন্ন ইভেন্টের ক্রীড়া প্রতিযোগিতা, পরিচ্ছন্নতা ও পরিবেশ দূষণ রোধসহ জনসচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি, প্রতিভা অন্বেষণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলার আয়োজন এবং বিভিন্ন বিষয়ভিত্তিক সভা, সেমিনার ও কর্মশালা।

আপনার জেলার সংবাদ পড়তে