কলারোয়া কলেজের ছাত্রী সুরাইয়া খাতুনের কবর জিয়ারত

এফএনএস (জুলফিকার আলী; কলারোয়া, সাতক্ষীরা) :
| আপডেট: ৪ জানুয়ারী, ২০২৬, ১১:৪৪ এএম | প্রকাশ: ৪ জানুয়ারী, ২০২৬, ১১:৪৪ এএম
কলারোয়া কলেজের ছাত্রী সুরাইয়া খাতুনের কবর জিয়ারত

কলারোয়া সরকারি কলেজের ছাত্রী সুরাইয়া খাতুনের কবর জিয়ারত করেছেন ছাত্রশিবিরের দায়িত্বশীলবৃন্দ।  রবিবার (৪ জানুয়ারি) ভোর সকালে ফজরের নামাজের পরে সুরাইয়া খাতুনের পিতাকে সঙ্গে নিয়ে তাঁর কবর জিয়ারত করেছেন ইসলামী ছাত্রশিবিরের দায়িত্বশীলবৃন্দ। কবর জিয়ারত শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন- ইসলামী ছাত্রশিবির কলারোয়া পূর্ব থানা শাখার সভাপতি আবু বকর সিদ্দীক, কলারোয়া সরকারি কলেজ শাখার সভাপতি ফুয়াদ আল আবরার, কলেজ শাখার সেক্রেটারি তাফহীমুল ইসলামসহ কলেজ শাখা ও স্থানীয় ছাত্রশিবিরের অন্যান্য দায়িত্বশীলগণ।

আপনার জেলার সংবাদ পড়তে