নওপাড়া প্রেসক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

এফএনএস (মল্লিক খলিলুর রহমান; অভয়নগর, যশোর) : | প্রকাশ: ৫ জানুয়ারী, ২০২৬, ০৫:০৬ পিএম
storage/2026/january/05/news/fair-news-service_695b9b4cc59e5-1767611212.jpg

যশোরের অভয়নগরে নওয়াপাড়া প্রেসক্লাবের উদ্যোগে এবং আমেরিকান প্রবাসী সংগঠন “অভয়নগর সোসাইটি ইউএসএ (ইনক)”-এর অর্থায়নে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার (৫ জানুয়ারি) সকাল ১১টায় নওয়পাড়া প্রেসক্লাব হলরুমে হতদরিদ্র শিক্ষার্থী ও শীতার্ত মানুষের মাঝে শতাধিক কম্বল বিতরণ করা হয়। পরে নওপাড়া নূরবাগ এলাকা ও বাজার সংলগ্ন ভ্যান স্ট্যান্ডে ভ্যান ও রিকশাচালকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় দু’শতাধিক ভ্যান ও রিক্সা চালকদের মাঝে শীতবস্ত্র হিসাবে কানটুপি ও টিউব মাফলার পরিয়ে দেয়া হয়।  শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মজিবুর রহমান, উপস্থিত ছিলেন আমেরিকান প্রবাসী অভয়নগর সোসাইটি ইউএসএ (ইন্ক)-এর প্রতিনিধি ফিরোজ আহমেদ, মোকাররম হোসেন, ইলিয়াস হোসেন, মির আলী সরদার, মেহেদী মাসুদ। আরও উপস্থিত ছিলেন নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত) আশরাফ হোসেন প্রিন্স, কোষাধ্যক্ষ মল্লিক খলিলুর রহমান, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক এম এম আলাউদ্দিনসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ। বক্তারা বলেন, শীত মৌসুমে দরিদ্র ও ছিন্নমূল মানুষের কষ্ট লাঘবে সমাজের বিত্তবান ও প্রবাসীদের সহযোগিতা অত্যন্ত প্রশংসনীয়। প্রবাসীদের মানবিক এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।