কুষ্টিয়ার দৌলতপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মরহুম এম জি মাহমুদ মন্টুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে দৌলতপুর প্রেসক্লাবের সাংবাদিকদের উদ্যোগে দৌলতপুর বাজার মসজিদ, উপজেলা মডেল মসজিদে সোমবার বাদ আসর দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এ ছাড়া ও তার পুত্র রুবেল আল রাজি ও রিনেট আল রাজির উদ্যোগে দৌলতপুরের রামকৃষ্ণপুরে অবস্থিত সোনাতলা, কাস্টমস মোড় মসজিদে দোয়া বিশেষ মোনাজাত, ভেটুল তলা গোরস্থানে মরহুমের কবর জিয়ারত ও দোয়া ভাগযোত ভেটুলতলা এতিমখানা মসজিদে কোরআন খানি এতিমদের মাঝে খাবার বিতরণ এবং সাংবাদিক মরহুম এমজি মাহমুদ মন্টুর বিদেহি আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য ২০২৪ সালের ৫ ই জানুয়ারি এই দিনে তিনি ইন্তেকাল করেন।