চিতলমারীতে সততা ও অনন্য দৃষ্টান্তের অধিকারী ইউএনও সাজ্জাদ হোসেন

এফএনএস (মোঃ একরামুল হক মুন্সী; চিতলমারী, বাগেরহাট) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৬, ০৬:২২ পিএম | প্রকাশ: ৫ জানুয়ারী, ২০২৬, ০৬:২২ পিএম
চিতলমারীতে সততা ও অনন্য দৃষ্টান্তের অধিকারী ইউএনও সাজ্জাদ হোসেন

মহানুভবতা সততা ও কর্মগুণে প্রশংসিত চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)মোঃ সাজ্জাদ হোসেন। তিনি সততা,দক্ষতা ও মহানুভবতায় জয় করে নিয়েছেন চিতলমারী উপজেলাবাসীর মন। সাজ্জাদ হোসেন ৩৬ তম বি সি এস প্রশাসনে চাকুরীর শুরুতে খাগড়া ছড়ি জেলার ডিসি অফিসে সহকারী কমিশনার এর দায়িত্ব পালন করেন। ওখানে চাকরীর পর খুলনার রূপসা উপজেলায় সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এর দায়িত্ব পালন করেন। সেখান থেকে খুলনা বিভাগীয় কমিশনার অফিসে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যজিস্ট্রেট এর দায়িত্ব পালন শেষে, গত ১৪ আগষ্ট ২০২৪ তারিখ চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  হিসেবে  যোগ দেন। মাত্র সাড়ে ৫ মাস দায়িত্ব পালন কালে মোঃ সাজ্জাদ হোসেন চিতলমারীর প্রতিটি মানুষের মন জয় করে নিয়েছেন। সার্বিক কর্মকাণ্ডে সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, মূলধারার গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের ব্যক্তিরা তার কাজে ও ব্যবহারে অবিভূত।   যেখানে সমস্যা সেখানেই ছুটে যান, শান্তিপূর্ণ উপায়ে তা সমাধান করেন তিনি। একসময় উপজেলা পর্যায়ে ইউএনও অফিসে সাধারণ মানুষের প্রবেশে কড়াকড়ি থাকায় প্রশাসনের ব্যক্তিবর্গের সাথে যোগাযোগ সহজসাধ্য ছিল না। যেকোন প্রয়োজনে সরকারী সাহায্য পেতে হলে স্থানীয় নির্বাচিত প্রতিনিধিই ছিলেন একমাত্র ভরসা। এই বিষয়টির ক্ষেত্রে ইউএনও মোঃ সাজ্জাদ হোসেন একবারেই ব্যতিক্রম। প্রশাসনিক কাজের পাশাপাশি যে কোনো বিষয়ে সেবা নিতে আসা মানুষদের অতি দ্রুত সেবা প্রদান করাই তার মূল বৈশিষ্ট। বিশেষ করে মিডিয়াকর্মীদের সংবাদ মাধ্যমে কোন অসহায় বা নির্যাতিত মানুষকে নিয়ে প্রকাশিত সংবাদ তার চোখে পড়ে তখন ঐ মানুষদের পাশে দ্রুত ছুটে যান ইউএনও মোঃ সাজ্জাদ হোসেন। ছুটে যান হাসপাতালে ভর্তি অসহায় রোগীর পাশে অথবা শীতার্থ মানুষের দোর গোড়ায়। তার দপ্তরে সেবা নিতে আশা প্রতিটি মানুষের সাথে অত্যন্ত বিনয়ী, নম্র-ভদ্র এবং স্বহৃদয়বান হয়ে আচরণ করাই যেন তার আত্মতৃপ্তির অনুভূতি বলে মনে  হয়। সরকারি রুটিন দায়িত্বের পাশাপাশি উপজেলার বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের যেকোন অনুষ্ঠানে ইউএনও সাজ্জাদ হোসেনের উৎসাহী উপস্থিতিই প্রমাণ করে দেয় তিনি কতটা উদার ও মিশুক প্রকৃতির মানুষ। তিনি কথাবার্তায় বিশ্বাসীনন, তিনি কাজে বিশ্বাসী। ইউএনও সাজ্জাদ হোসেন “এফ এন এস চিতলমারী প্রতিনিধিকে” বলেন আপনাদের জন্য খুশির খবর আছে। আমি এখানে আশার পর ৬তলা বিশিষ্ট উপজেলা পরিষদ কমপ্লেক্স পাশ করিয়েছি। পরে ৮তলা পর্যন্ত হবে, সংক্ষিপ্ত সময় এর ফলাফল পাবেন। এ সম্পদ আপনাদের-চিতলমারীবাসীর। এখানে আজ আছি , কাল হয়তো চলে যাব। আমরাতো জনগণের সেবক ; সরকারতো সাধারণ মানুষের সেবা দিতে আমাদের পাঠিয়েছেন। আর সেবাটা যেন স্বচ্ছতারমধ্যে সম্পন্ন হয় এটাই প্রত্যাশা। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি ও মূলধারার গণমাধ্যমকর্মী এবং সমাজের বিশিষ্টজনরা আমার কাজে সহযোগিতা করছেন, এটাইতো পরম পাওয়া।