ঝিনাইদহের মহেশপুর উপজেলার সৃর্যদিয়া গ্রামের সাদিকুল ইসলাম (৩০) নামের এক যুবক কিটনাশক পান করে আত্নহত্যা করেছে। সাদিকুল ইসলাম সৃর্যদিয়া গ্রামের মশিয়ার রহমানের ছেলে। এলাকাবাসী জানান, রোববার রাতে নিজের ঘরে বিষপান করে। পরে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে প্রথমে মহেশপুর ও পরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে সাদিকুল ইসলামের মৃত্যু হয়। মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মেহেদী হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।