বাঘায় অস্ত্র-গুলি ও হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

আমানুল হক আমান; বাঘা, রাজশাহী | প্রকাশ: ৬ জানুয়ারী, ২০২৬, ০৪:১৮ পিএম
বাঘায় অস্ত্র-গুলি ও হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক
রাজশাহীর বাঘায় রয়েল হোসেন (৩২) নামের চিহ্নিত মাদক অস্ত্র, গুলি ও হেরোইনসহ ব্যবসায়ীকে আটক করা হয়েছে। রোববার (৪ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের পানিকামড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। রয়েল হোসেন উপজেলা পানিকামড়া গ্রামের মজিবর রহমানের ছেলে। র‌্যাব-৫ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ির শয়নঘর থেকে দুটি ওয়ান শুটার গান, চার রাউন্ড এমুনিশন (গুলি) ও ৩০০ গ্রাম হেরোইনসহ তাকে আটক করে। উদ্ধারকৃত গুলি পুলিশের লুট হওয়া বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ, করা হয়েছে, রয়েল দীর্ঘদিন যাবৎ সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র ও মাদক সংরক্ষণ এবং পাচারের সঙ্গে জড়িত ছিল। সে তার নিজ বাড়ি নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহার করে অবৈধ কার্যক্রম পরিচালনা করছিল। এ বিষয়ে বাঘা থানার ওসি সেরাজুল হক বলেন, আটক রয়েলের বিরুদ্ধে মাদকদ্রব আইনে মামলা দিয়ে থানা হেফাজতে দিয়েছেন।
আপনার জেলার সংবাদ পড়তে