পাবনার চাটমোহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ও যুবলীগের অর্ধশত নেতা-কর্মী এবং সমর্থক বিএনপিতে যোগদান করেছেন। গত রবিবার (৪ জানুয়ারি) রাতে পাবনা-৩ (চাটমোহর,ভাঙ্গুড়া,ফরিদপুর) আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী,কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি হাসান জাফির তুহিনের হাতে ফুলের তোড়া দিয়ে তারা বিএনপিতে যোগদান করেন। এ সময় তুহিন যোগদানকারী নেতা-কর্মীর গলায় ফুলের মালা দিয়ে বরণ করেন। উপজেলার বিলচলন ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য,ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো.রেজাউল করিমের নেতৃত্বে গত রবিবার রাতে দোলং জিয়া আদর্শ ক্লাবে বিলচলন ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুল হক,ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক আসলাম আলী,৮নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক উজ্জল হোসেন,যুবলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুল ইসলামসহ অর্ধশত নেতাকর্মী বিএনপি'র প্রতি আস্থা রেখে যোগদান করেন।এসময় হাসান জাফির তুহিন ছাড়াও তাঁর সহধর্মিনী নিলুফার তুহিন,ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি'র আহ্বায়ক কমিটির সদস্য এ্যাড.আরিফা সুলতানা রুমা,পৌর বিএনপি'র সভাপতি মোঃ আসাদুজ্জামান আরশেদ,বিএনপি নেতা ভিপি সেলিম রেজাসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। এদিকে পাবনা-৩ আসনের আওতাধীন ফরিদপুর উপজেলার বিভিন্ন স্তরের আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠণের নেতা-কর্মী বিএনপিতে যোগদান করেছেন। সোমবার ফরিদপুর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক জহুরুল ইসলাম বকুলের মাধ্যমে তারা বিএনপিতে যোগদান করেন। এদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম মোল্লা,বিএলবাড়ি ইউনিয়ন সভাপতি আঃ গফুর,উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ লোকমান হোসেন,দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম,ডেমরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আশরাফ,দুলাল হোসেন,আঃ রশিদ মেম্বার উল্লেখযোগ্য। একাধিক সূত্র জানায়,মামলা প্রত্যাহার,পদপদবীর প্রতিশ্রুতি ও গ্রেপ্তার এড়াতে আওয়ামী লীগের এসকল নেতা-কর্মী বিএনপিতে যোগদান করেছেন।