চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফেরার অপেক্ষায় ফখর জামান

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ৮ জানুয়ারী, ২০২৫, ০৭:৫৯ পিএম
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফেরার অপেক্ষায় ফখর জামান

পাকিস্তানের অভিজ্ঞ টপ-অর্ডার ব্যাটার ফখর জামান আট মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ব্যাপারে আশাবাদী। পাকিস্তান আগামী ফেব্রুয়ারি-মার্চে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক হতে যাচ্ছে, আর সেই টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য পুরোপুরি প্রস্তুত বলেই মনে করছেন ফখর।

গত জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের হতাশাজনক পারফরম্যান্সের পর থেকে ফখর জাতীয় দলে ছিলেন না। এমনকি আট বছরের মধ্যে প্রথমবারের মতো তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ পড়েন। তবে এখন তিনি পুরোপুরি ফিট এবং জাতীয় দলে ফেরার জন্য মুখিয়ে আছেন। 

ফখর বলেন, “পরিকল্পনা ছিল পুরোপুরি ফিট হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা। আমি ভাগ্যবান যে এই মুহূর্তে আমি পুরোপুরি ফিট। চ্যাম্পিয়ন্স ট্রফি ২০১৭-তে আমার ক্যারিয়ার শুরু হয়েছিল, যা আমার জন্য অনেক স্মরণীয় ছিল। এবারও আমি খুবই উচ্ছ্বসিত।”

২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের বিপক্ষে ফখরের অসাধারণ সেঞ্চুরি এখনো পাকিস্তান ক্রিকেটপ্রেমীদের মনে উজ্জ্বল। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর তার দীর্ঘ অনুপস্থিতি নিয়ে জল্পনা ছিল। এ বিষয়ে ফখর বলেন, “টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। আমার শারীরিক অবস্থার কারণে দলে জায়গা হয়নি। কিন্তু এখন আমি পুরোপুরি আত্মবিশ্বাসী যে পাকিস্তানের হয়ে খেলব।”

ফখরের অনুপস্থিতিতে পাকিস্তানের সাদা বলের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বে দলটি দারুণ পারফরম্যান্স করেছে। অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা তিনটি ওয়ানডে সিরিজ জয় করেছে দল। এদিকে, ঘরোয়া চ্যাম্পিয়ন্স কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্টে ফখর তার সামর্থ্যের প্রমাণ দিয়ে ১০ ম্যাচে ৩০৩ রান করেছেন, যেখানে তার স্ট্রাইক রেট ছিল ১৩২.৩১। 

পাকিস্তানের আরেক প্রতিভাবান ক্রিকেটার সাইম আইয়ুব দক্ষিণ আফ্রিকায় দুর্দান্ত পারফরম্যান্স করলেও সম্প্রতি গোড়ালির চোটে পড়েছেন। তার অংশগ্রহণ চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখন অনিশ্চিত। ফখর সাইমের দ্রুত সুস্থতার প্রত্যাশা করে বলেন, “আমি মনে করি সাইম আগামী চার-পাঁচ বছরে বিশ্বের সেরা তিন খেলোয়াড়ের মধ্যে থাকবে।”

২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানের জন্য শুধু একটি টুর্নামেন্ট নয়, বরং ২৯ বছর পর দেশটিতে অনুষ্ঠিতব্য প্রথম আইসিসি টুর্নামেন্ট। এই মঞ্চে ফখর জামানের প্রত্যাবর্তন তার ক্যারিয়ার ও দলের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। 

আপনার জেলার সংবাদ পড়তে