ইন্দুরকানীতে জেঁকে বসেছে শীত

এফএনএস (শহিদুল ইসলাম; জিয়ানগর, পিরোজপুর) : | প্রকাশ: ৬ জানুয়ারী, ২০২৬, ০৫:৩৩ পিএম
ইন্দুরকানীতে জেঁকে বসেছে শীত

পিরোজপুরের ইন্দুরকানীতে জেঁকে বসেছে শীত। সঙ্গে বইছে হিমেল বাতাস, দিনের বেলাতেও ঝরছে ঘন কুয়াশা। সরেজমিনে দেখা গেছে, সকাল ১১টা পর্যন্ত সূর্যের দেখা মিলছে না। হঠাৎ করে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। শীতজনিত নানা রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও বাড়ছে। আবহাওয়া অধিদফতরের তথ্যমতে, ইন্দুরকানীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বৃষ্টির মতো কুয়াশা ঝরছে। তীব্র ঠাণ্ডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শীত থেকে বাঁচতে জড়োসড়ো হয়ে চলাচল করছেন পথচারীরা।  ভোর থেকে কুয়াশার ঘনত্ব বাড়ায় পিরোজপুর জেলায় সূর্যের মুখ দেখা যায়নি। শীতের কারণে যানবাহনের চালক ও যাত্রীরাও চরম ভোগান্তিতে পড়েছেন। শীতের তীব্রতায় সবচেয়ে বেশি কষ্টে আছেন নিম্নআয়ের মানুষ, শ্রমজীবী ও পথচারীরা। পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে অনেকের জন্য এই শীত আরও দুর্বিষহ হয়ে উঠেছে। একটু উষ্ণতার আশায় কেউ কেউ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।