জকসু নির্বাচনে টানটান লড়াই, ভিপিতে ছাত্রদল প্যানেল ও জিএসে শিবির এগিয়ে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ৭ জানুয়ারী, ২০২৬, ০৬:৫২ পিএম
জকসু নির্বাচনে টানটান লড়াই, ভিপিতে ছাত্রদল প্যানেল ও জিএসে শিবির এগিয়ে

দুই দশক পর অনুষ্ঠিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে ভোট গণনা যত এগোচ্ছে, ততই স্পষ্ট হচ্ছে প্রতিদ্বন্দ্বিতার চিত্র। ঘোষিত ফলাফলে সহসভাপতি পদে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত প্যানেল এগিয়ে থাকলেও সাধারণ সম্পাদক ও সহসাধারণ সম্পাদক পদে এগিয়ে আছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল। শেষ ফলাফলের আগে পাল্লা কোন দিকে ঝুঁকবে, তা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে কৌতূহল বাড়ছে।

বুধবার (৭ জানুয়ারি) বিকাল পর্যন্ত ২০টি কেন্দ্রের চূড়ান্ত ফলাফলে ভিপি পদে ২ হাজার ৪০৪ ভোট পেয়ে এগিয়ে আছেন ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদের সমন্বয়ে গঠিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের প্রার্থী একে এম রাকিব। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের রিয়াজুল ইসলাম পেয়েছেন ২ হাজার ৩১৬ ভোট। দুই প্রার্থীর ব্যবধান মাত্র ৮৮ ভোট।

অন্যদিকে সাধারণ সম্পাদক পদে বড় ব্যবধানে এগিয়ে আছেন শিবির সমর্থিত আব্দুল আলীম আরিফ। ঘোষিত ফল অনুযায়ী তিনি পেয়েছেন ২ হাজার ৪৮৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত খাদিজাতুল কুবরা পেয়েছেন ১ হাজার ১০১ ভোট। একইভাবে সহসাধারণ সম্পাদক পদেও শিবির সমর্থিত মাসুদ রানা এগিয়ে রয়েছেন। তিনি পেয়েছেন ২ হাজার ২৩৪ ভোট, বিপরীতে ছাত্রদল সমর্থিত আতিকুর রহমান তানজিল পেয়েছেন ২ হাজার ৪১ ভোট।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, কেন্দ্রীয় সংসদের মোট ৩৯টি কেন্দ্রের মধ্যে এখনও বেশ কয়েকটির ফল প্রকাশ বাকি রয়েছে। বিভিন্ন বিভাগে ফলাফলে দেখা যাচ্ছে, কোথাও ছাত্রদল সমর্থিত প্রার্থীরা এগিয়ে, আবার কোথাও শিবির সমর্থিত প্যানেল শক্ত অবস্থান ধরে রেখেছে। বিশেষ করে সংগীত বিভাগে ভিপি, জিএস ও এজিএস পদে ছাত্রদল প্যানেলের প্রার্থীরা স্পষ্টভাবে এগিয়ে থাকলেও অন্য অনেক বিভাগে শিবিরের প্রার্থীরা ভালো ফল করেছেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর ব্যালট বাক্সগুলো কেন্দ্রীয় মিলনায়তনে নেওয়া হয়। সন্ধ্যা সাড়ে ৬টায় ওএমআর মেশিনে ভোট গণনা শুরু হলেও তথ্যের গড়মিল ধরা পড়ায় কিছু সময় গণনা বন্ধ রাখতে হয়। পরে গভীর রাতে আবার গণনা শুরু হয় এবং পর্যায়ক্রমে ফল প্রকাশ করা হচ্ছে।

নির্বাচনে মোট ভোটার ছিলেন ১৬ হাজার ৬৪৫ জন। নির্বাচন কমিশনার জুলফিকার মাহমুদ জানিয়েছেন, প্রায় ৬৫ শতাংশ ভোট পড়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। একই দিনে নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল সংসদের নির্বাচনও অনুষ্ঠিত হয়, যেখানে ভোটার উপস্থিতি ছিল তুলনামূলক বেশি।

আপনার জেলার সংবাদ পড়তে