বাঘায় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

আমানুল হক আমান; বাঘা, রাজশাহী
| আপডেট: ৭ জানুয়ারী, ২০২৬, ০৬:৫৪ পিএম | প্রকাশ: ৭ জানুয়ারী, ২০২৬, ০৬:৫৪ পিএম
বাঘায় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
রাজশাহীর বাঘায় ৫৪তম শীতকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) বিকেলে বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী দেওয়ান। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা । এ সময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ জহুরুল ইসলাম, সুপারিনটেনডেন্ট রেজাউল করিম, আবদুর রব, প্রধান শিক্ষক আব্দুল হামিদ, বাবুল ইসলাম, এমদাদুল হক, রবীন্দ্রনাথ প্রামানিক, সঞ্জয় কুমার দাস, আবুল কালাম আজাদ, রোকনুজ্জামান, শরিফা খাতুন প্রমুখ। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ট্রফি ও সনদপত্র তুলে দেন অতিথিরা।
আপনার জেলার সংবাদ পড়তে