তালায় উপজেলা পর্যায়ে প্রতিযোগিতা

এফএনএস (মোঃ মুজিবুর রহমান; পাটকেলঘাটা, সাতক্ষীরা) : | প্রকাশ: ৮ জানুয়ারী, ২০২৬, ১২:৫৯ পিএম
তালায় উপজেলা পর্যায়ে প্রতিযোগিতা

তালায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষ্যে উপজেলা পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকালে শহীদ কামেল মডেল হাইস্কুলে উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাস, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যাপক অচিন্ত্য সাহা, মহিলা কলেজের অধ্যাপক নিলুফার বানু, প্রভাষক শিরীন সিদ্দীকি, শহীদ কামেল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান, শিক্ষক মুমতাহিনা মুক্তি, মোঃ মশিউর রহমান, সোনালী দে, নারায়ণ চন্দ্র দাশ, তৌহিদুল ইসলাম এবং উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা তাওহীদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।