চরভদ্রাসনে চীনাবাদাম ও মুগ বীজ বিতরন

এফএনএস (চরভদ্রাসন, ফরিদপুর) : | প্রকাশ: ৮ জানুয়ারী, ২০২৬, ০২:৫৮ পিএম
চরভদ্রাসনে চীনাবাদাম ও মুগ বীজ বিতরন

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদের সামনে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১১ টায় কৃষকদের মাঝে বীনামূল্যে চীনাবাদাম বীজ ও মুগ বীজ বিতরন করা হয়েছে। একই সাথে উৎপাদন বৃদ্ধির জন্য বীজের কৃষকদের মাঝে প্রয়োজনীয় সারও বিতরন করা হয়। প্রনোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উন্নত জাতের চীনাবাদাম বীজ, মুগ বীজ ও সার বিতরন করেন উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর। এসব বীজ ও সার বিতরনকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জালাল উদ্দিন। এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার ইমরান বিন ইসলাম। এ সময় উপজেলা মাধ্যমি শিক্ষা অফিসার খন্দকার মাকসুদুর রহমান ও উপসহকারী কৃষি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দরা উপস্থিত ছিরেন। জানা যায়, চলতি মৌসুমে পর্যাপ্ত আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ওই দিন প্রতিজন কৃষককে ১০ কেজি করে চীনাবাদাম বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি করে এমওপি সার বিতরন করা হয়। উক্ত পরিমাপে উপজেলার ৪০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীর মাঝে মোট ৪ মে.টন চীনাবাদাম বীজ, ৪ মে.টন ডিএপি সার ও ২ মে.টন এমওপি সার বিতরন করা হয়। এছাড়া একই দিন প্রতিজন কৃষককে ৫ কেজি করে মুগ বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি করে এমওপি সার বিতরন করা হয়। উক্ত পরিমাপে উপজেলার ১৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীর মাঝে মোট ৯০০ কেজি মুগ বীজ, ৪ মে.টন ডিএপি সার ও ২ মে.টন এমওপি সার বিতরন করেন উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর।

আপনার জেলার সংবাদ পড়তে