সরাইলে কৃষক সমাবেশ

এফএনএস (মাহবুব খান বাবুল; সরাইল, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ৯ জানুয়ারী, ২০২৫, ০২:৩৮ পিএম
সরাইলে কৃষক সমাবেশ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সন্ধ্যায় উপজেলার কালিকচ্ছ ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে স্থানীয় শহীদ মিনার চত্বরে কৃষকদের অংশ গ্রহণে অনুষ্ঠিত হয়েছে এই সমাবেশ। দেশের কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করতে গত তিন মাস ইউনিয়ন পর্যায়ের সমাবেশের অংশ এটি। দলীয় একাধিক সূত্র জানায়, গত তিন মাস ধরে পাড়ায় মহল্লায় ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে ঘুরে কৃষকদলের কমিটি গঠন করে তাদেরকে সুসংগঠিত করার কাজটি করছেন উপজেলা কৃষক দলের নেতৃবৃন্দ। এরই অংশ হিসেবে উপজেলার কৃষকদল ও কৃষকদের আরো ঐক্যবদ্ধ উজ্জীবিত করতে গত বুধবার সন্ধ্যায় কালিকচ্ছ ইউনিয়ন কৃষকদল আয়োজন করেন কৃষক সমাবেশের। কালিকচ্ছ ইউনিয়ন বিএনপি’র সম্পাদক মো. মনিরূজ্জামান মানিকের সঞ্চালনায় সভাপতি মো. ফারূক হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষকদলের সদস্য সচিব জিল্লুর রহমান। প্রধান বক্তা ছিলেন সরাইল উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এড. নুরূজ্জামান লস্কর তপু। উপজেলা কৃষকদলের আহবায়ক মো. মশিউর রহমান খানের স্বাগত বক্তব্যে শুরূ হওয়া সভায় বক্তব্য রাখেন- উপজেলা কৃষকদলের সদস্য সচিব জয়নাল আবেদীন, কালিকচ্ছ ইউপি বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন, যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নুরূল আমিন, জাসাসের সদস্য সচিব জাকির হোসেন ও ইউপি বিএনপির দপ্তর সম্পাদক মোহাম্মদ সেলিম। প্রধান অতিথি কৃষকদের দু:খ কষ্ট ও দূর্ভোগের চিত্র তুলে ধরে বলেন, কৃষি ও কৃষক বাঁচলে বাঁচবে বাংলাদেশ। তাই আমাদের সকলকে কৃষকের অধিকার রক্ষায় কাজ করতে হবে। দলীয় নেতা কর্মীকে কৃষকের স্বার্থে দেশের স্বার্থে কৃষক বান্ধব কার্যক্রম আরো জোরদার করার আহবান জানিয়েছেন। প্রয়োজনে কৃষকদের প্রাপ্তি ও অধিকার আদায়ের যে কোন আন্দোলন সংগ্রামে সক্রিয় অংশ গ্রহণের নির্দেশও দিয়েছেন। স্থানীয় কৃষক ছাড়াও সাধারণ লোকজনও ওই সমাবেশে অংশ গ্রহণ করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে