তারুণ্যেরে উৎসব উপলক্ষ্যে গ্রীন স্কুল ক্যাম্পইেনের উদ্বোধন

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ৯ জানুয়ারী, ২০২৫, ০২:৪৮ পিএম
তারুণ্যেরে উৎসব উপলক্ষ্যে গ্রীন স্কুল ক্যাম্পইেনের উদ্বোধন

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” শ্লোগানকে প্রতিপাদ্য করে তারুণ্যের উৎসব-২০২৫ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ সদর উপজলো প্রশাসনে উদ্যোগে পরিছন্নতা অভিযান ও গ্রীন স্কুল ক্যাম্পইেন র্কমসূচির উদ্বোধন করনে জেলা প্রশাসক প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। এসময় অতরিক্তি জলো প্রশাসক (রাজস্ব) বকুল চন্দ্র কবিরাজ, সদর উপজলো নির্বাহী রাজিয়া আক্তার চৌধুরী, সদর এসিল্যান্ড (ভূমি) সজল কুমার দাস, সদর উপজেলা কৃষি অফসিার নূর-এ-নবী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মিথিলা ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ন আহবায়ক মনির হোসনে, শিক্ষক প্রতিনিধি মাওলানা তরিকুল ইসলাম, ঝিনাইদহ পৌরসভার সহকারী প্রকৌশলী মুন্সি মো আবু জাফর প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক আব্দুল আওয়াল বলেন, পরিস্কার পরিচ্ছন্নতা ঈমানরে অঙ্গ। নিজেরে চারপাশ নিজেদের দায়িত্বে যদি পরিস্কার রাখা যায় তাহলে সেগুলো কখনোই অপরিস্কার হবেনা। তাই সবার আগে নিজের আঙ্গিনাকে পরস্কিার রাখতে হবে। পরছিন্নতা অভিযান ও গ্রীন স্কুল ক্যাম্পইেন শেষে ঝিনাইদহ উপজলো পরষিদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে সরকারী বালক বিদ্যালয় গিয়ে শেষ হয়।

আপনার জেলার সংবাদ পড়তে