দৌলতপুরের বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ৮ জানুয়ারী, ২০২৬, ০৬:৪৭ পিএম
দৌলতপুরের বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া

কুষ্টিয়ার  দৌলতপুরের বোয়ালিয়ায় বিএনপির উদ্যোগে তিনবার নির্বাচিত সাবেক  প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী  বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য, দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি বিএনপি মনোনীত ধানের শীষের পদ প্রার্থী আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপি সেক্রেটারি আলহাজ্ব বিল্লাল হোসেন, অধ্যক্ষ রেজাউল করিম, মোঃ হারুন অর রশিদ হারুন, মোঃআজিজুল হক। এছাড়াও এতে বিএনপি অঙ্গসংগঠনের নেতা কর্মী উপস্থিত ছিলেন। এদিকে বুধবার রাতে  উপজেলা বাজারের ব্যবসায়ীদের উদ্যোগে  বেগম খালেদা জিয়ার বিদেহি আত্মার মাগফেরাত কামনা করে দোয়া বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান আকবর হোসেন, মোঃ হামিদুল হক, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ সাইফুল ইসলাম,  ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেল সহ বিএনপি নেতৃবৃন্দ ছাড়াও উপজেলা বাজারে ব্যবসায়ীগণ।

আপনার জেলার সংবাদ পড়তে