চট্টগ্রাম-১৫ আসনের বিএনপির প্রার্থীর সমন্বয়কারীকে শোকজ

এফএনএস (মোহাম্মদ বেলাল হোছাইন; সাতকানিয়া, চট্টগ্রাম) :
| আপডেট: ৮ জানুয়ারী, ২০২৬, ০৮:২৭ পিএম | প্রকাশ: ৮ জানুয়ারী, ২০২৬, ০৮:২৭ পিএম
চট্টগ্রাম-১৫ আসনের বিএনপির প্রার্থীর সমন্বয়কারীকে শোকজ

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিনের প্রধান সমন্বয়কারী আসহাব উদ্দীন চৌধুরীকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চুড়ান্ত কারণ দর্শানোর (শো-কজ) নোটিশ জারী করেছে সহকারী রিটার্নিং কর্মকর্তা। ২৪ ঘণ্টার মধ্যে লিখিতভাবে কারণ দর্শাতে বলা হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারী) এই নোটিশ জারী করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এর সহকারী রিটার্নিং অফিসার মোঃ সাইফুল ইসলাম। বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলা শাখার প্রচার সম্পাদক অধ্যাপক মুহাম্মদ হাসানের আবেদনের সূত্র উল্লেখ করে এই নোটিশ জারী করা হয়। নোটিশে বলা হয়, আসহাব উদ্দিন চৌধুরী লোহাগাড়া সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে মরহুমা বেগম খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠানে কর্মীদের উদ্দেশ্যে নির্বাচনী প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করেন ও প্রকাশ্যে ৫ লক্ষ টাকা পুরষ্কার প্রদানের ঘোষণা প্রদান করেন। উক্ত ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে। নোটিশে আরো বলা হয়, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে প্রণীত নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী নির্ধারিত সময়ের আগে যেকোনো প্রকার নির্বাচনী কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ। তদুপরি নির্বাচন আচরণবিধি ২০২৫ এর ধারা ৪(১) অনুযায়ী নির্বাচনী প্রচারণায় অর্থ প্রদান, অর্থ প্রদানের ঘোষণা কিংবা অর্থ প্রদানের প্রতিশ্রুতি প্রদান দন্ডনীয় অপরাধ। আসহাব উদ্দীন চৌধুরীর উপরোক্ত কার্যকলাপ নির্বাচন আচরণবিধির সুস্পষ্ট, গুরুতর ও শাস্তিযোগ্য লঙ্ঘন হিসেবে প্রতীয়মান হয়েছে, যা নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং আইনশৃঙ্খলা রক্ষার পরিপন্থী।বিষয়টি নির্বাচন সংক্রান্ত আইন ও বিধি অনুযায়ী অত্যন্ত গুরুতর অপরাধ হিসেবে বিবেচনাযোগ্য। আসহাব উদ্দীন চৌধুরীর বিরুদ্ধে কেন প্রচলিত আইন ও নির্বাচন সংক্রান্ত বিধি অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না তার লিখিত জবাব নোটিশ প্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে স্বশরীরে উপস্থিত হয়ে অথবা ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির মাধ্যমে দাখিল করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। উল্লেখ্য, তফশীল ঘোষণার পর বিশাল গাড়ীবহর নিয়ে শোডাউন করার কারণে প্রার্থী নাজমুল মোস্তফা আমিনকে ৫০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করেছিল প্রশাসন। তাছাড়া প্রধান সমন্বয়কারী আসহাব উদ্দীন চৌধুরী জামায়াত মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরীকে ভন্ড বলে অভিহিত করেছেন এবং জামায়াতের মহিলা কর্মীদের চুল কেটে দেয়ার হুমকি দিয়েছেন বলে এলাকায় ব্যাপক খবর চাওর হয়েছে। এ ধরণের ভিডিও বক্তব্যে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে