আদ- দাওয়াহ ইলাল্লহ কর্তৃক আয়োজিত নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন এর পরিচালনায় আল জামি’আহ আস সালাফিয়্যাহ- তেঘরা এর সহযোগিতায় শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে আল জামি’আহ আস সালাফিয়্যাহ-তেঘরা, বিরল, দিনাজপুর প্রাঙ্গণে শীত বস্ত্র বিতরণ করেন আদ- দাওয়াহ ইলাল্লহ এর সহ-পরিচালক আবদুর রহিম বিন আবদুর রাযযাক। আল জামি’আহ আস সালাফিয়্যাহ- তেঘরা এর অধ্যক্ষ ওবাইদুল্লাহ বিন আব্দুল মাতিন, বিরল প্রেসক্লাব এর সভাপতি আতিউর রহমান, ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবু বক্কর সিদ্দিক, ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য রাকিব হাসান রনি, তেঘরা দারুল হাদিস সালাফিয়্যাহ মাদ্রাসার সভাপতি আলহাজ্ব আব্দুল্লাহ হিল কাফি, সেক্রেটারি রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ আলহাজ্ব আবুল খায়ের, সদস্য এ কে এম শরিফ, লুৎফর রহমান, আলহাজ্ব নজরুল ইসলাম প্রমূখ।